আইপিএল ইতিহাসে ‘সেরা ব্যাটার’ এখন সাই সুদর্শন

ক্রিকেটের ইতিহাসের কত রথী-মহারথীই তো খেলে গিয়েছেন আইপিএলের মঞ্চে। সেটা শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা থেকে ক্রিস গেইল, বিরাট কোহলি বা এবি ডি ভিলিয়ার্স। কিন্তু সাই সুদর্শনের মতো করে আইপিএলের শুরুটা রাঙাতে পেরেছেন কজনই!
পরিসংখ্যান অন্তত কথা বলছে গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শনের পক্ষে। রানের সংখ্যা বা বাউন্ডারি বিচারে অন্য অনেকে এগিয়ে থাকলেও ব্যাটিং গড়ে এখন আইপিএল ইতিহাসে সবার সেরা সাই সুদর্শন। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আজকের দুর্দান্ত এক ফিফটির পর এখন সুদর্শনই আইপিএলের সেরা ব্যাটার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ বছরের ইতিহাসে কমপক্ষে ৫০০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সেরা গড় এখন সাই সুদর্শনের। শুধু তাইই না, এখন পর্যন্ত আইপিএলের মঞ্চে ৫০০ রান করতে পেরেছেন ১৫১ জন ব্যাটার। তাদের মধ্যে ৫০ এর বেশি গড় কেবলই সাই সুদর্শনের। লখনৌর বিপক্ষে ৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলার পর এখন তার গড় ৫০ দশমিক ৩০।
আইপিএলে ৪০ এর বেশি গড় রেখে কমপক্ষে ১০০০ রান করেছেন, এমন ব্যাটার আছেন মোটে ৫ জন। তাদের মাঝে সবার ওপরে সাই সুদর্শন। এরপরেই আছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুল। তার গড় ৪৬ দশমিক ৩৬। তিনে আছেন ডেভন কনওয়ে এবং চারে ডেভিড ওয়ার্নার। পাঁচ নম্বরে আছেন চেন্নাই সুপার কিংসের রুতুরাজ গায়কোয়াড়।
আইপিএলে সর্বোচ্চ গড় (কমপক্ষে ১০০০ রান)
৫০.৩০ - সাই সুদর্শন (গুজরাট টাইটান্স)
৪৬.৩৬ - কেএল রাহুল (দিল্লি, পাঞ্জাব, লখনৌ, বেঙ্গালুরু, হায়দরাবাদ)
৪৬.২৭ - ডেভন কনওয়ে (চেন্নাই সুপার কিংস)
৪০.৫২ - ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস)
৪০.৩৫ - রুতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস)
আরও পড়ুন
পরিসংখ্যান অবশ্য সাই সুদর্শনকে সেরার আসনে বসিয়েছে আরও একটা তালিকায়। আইপিএলে ওপেনিং জুটিতে কমপক্ষে ৫০০ রান তুলেছেন এমন জুটির মাঝে গড় বিবেচনায় সবার ওপরে আছেন শুভমান গিল এবং সাই সুদর্শনের জুটি। নয় ইনিংসে তাদের ৭২ রানের গড় আইপিএলের ইতিহাসে সেরা।
জেএ