ওয়ান্ডারার্সকে হারিয়ে মোহামেডানের ঘাড়ে নিঃশ্বাস আবাহনীর

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ তিনটি ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডান ও বসুন্ধরা কিংসের হাইভোল্টেজ ম্যাচের আগে অন্য দুই ভেন্যুর খেলা শেষ হয়েছে। এতে আবাহনী ও ফর্টিজ এফসি নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে।
আজকের জয়ের ফলে মোহামেডানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আবাহনী। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৬। মোহামেডান এক ম্যাচ কম খেলে ২৭। আজ মোহামেডান কিংসের কাছে হেরে গেলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ব্যবধান থাকবে মাত্র এক আর কিংস-মোহামেডান ড্র হলে চার পয়েন্টের ব্যবধান কমে দাঁড়াবে দুইয়ে।
গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে স্বাগতিক ওয়ান্ডারার্স আবাহনীকে প্রথমার্ধে গোল করতে দেয়নি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্রাজিলিয়ান রাফায়েল আবাহনীকে লিড এনে দেন। মিনিট তিনেক পর সুমন রেজা ব্যবধান দ্বিগুণ করেন। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে ওয়ান্ডারার্স ব্যবধান কমায়। এর দুই মিনিট পর হৃদয় গোল করলে ৩-১ স্কোরলাইন হয়। ৮৩ মিনিটে রাফায়েলের আরেক গোলে ৪-১ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
মুন্সিগঞ্জে দিনের অন্য ম্যাচে ফর্টিজ ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়। ৪৫ মিনিটে কামাকাই মারমার গোলে ফর্টিজ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে। ৬০ মিনিটে পা ওমরের গোলে জয় নিশ্চিত হয় দলটির। এই জয়ে ফর্টিজ ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম আর জামাল ভূইয়ার ব্রাদার্স ১৫ পয়েন্টে সপ্তম অবস্থানে। ঢাকা ওয়ান্ডারার্স ৪ পয়েন্টে রেলিগেশন জোনে।
এজেড/এইচজেএস