ইংলিশ প্রিমিয়ার লিগের পেইজে বাংলাদেশ এবং হামজা

ফুটবল দুনিয়ার সবচেয়ে আরাধ্য লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের লা লিগা কিংবা এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাসের সিরিআ-কে পাশ কাটিয়ে অনেকের চোখেই সবচেয়ে বড় লিগ ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ। একাধিক বড় দলের উপস্থিতি, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফুটবল সবমিলিয়ে ক্লাব ফুটবলেরই সবচেয়ে বড় আসর বলা চলে ইংলিশ প্রিমিয়ার লিগকে।
সেই প্রিমিয়ার লিগ থেকেই এবারে স্বীকৃতি এলো বাংলাদেশ এবং হামজা চৌধুরীর নামে। ইংলিশ প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেইজে নাম উঠলো বাংলাদেশি এই মিডফিল্ডারের।
অবশ্য শুধু বাংলাদেশ কিংবা হামজাকেই স্মরণ করেনি ইংলিশ প্রিমিয়ার লিগ। বরং নামী এই লিগে অতীত এবং বর্তমান মিলিয়ে খেলা ১২৬ টি প্রতিনিধিত্বকারী দেশের সবাইকেই আনা হয়েছে এই তালিকায়। সেইসঙ্গে সেই দেশগুলোর পক্ষ থেকে সবচেয়ে বেশি ম্যাচ খেলা তারকাদের নামও উল্লেখ করা হয়েছে।
126 countries have been represented in the Premier League. To celebrate the League's rich diversity, we have highlighted the player with the most appearances from each nation. #NoRoomForRacism
Posted by Premier League on Saturday, April 12, 2025
এই তালিকায় পর্তুগাল থেকে ইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার সুবাদে নাম উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। চেক প্রজাতন্ত্র থেকে পিটার চেক, বেলজিয়াম থেকে কেভিন ডি ব্রুইনা, আর্জেন্টিনার জাবালেতা, ব্রাজিলের উইলিয়ানের নাম সামনে এসেছে।
দক্ষিণ এশিয়া থেকে সবচেয়ে বেশি ম্যাচ খেলা তারকা হিসেবে এসেছে হামজা চৌধুরীর নাম। যিনি লেস্টার সিটির জার্সি গায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন মোট ৫৭ ম্যাচ। দক্ষিণ এশিয়ার আরেক প্রতিনিধি পাকিস্তানের জেশ রাহমান। বার্মিংহামে জন্ম নেয়া জেশ পরবর্তীতে পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছিলেন। খেলেছেন ২১ ম্যাচ।
আরও পড়ুন
এশিয়া থেকে সবচেয়ে বেশি ম্যাচ অবশ্য খেলেছেন দক্ষিণ কোরিয়ার সন হিউয়েন মিন। টটেনহামের জার্সিতে যিনি খেলেছেন ৩৩১ ম্যাচ।
জেএ