আইএসএল ফাইনালে আমন্ত্রণ পাননি ক্রীড়ামন্ত্রী

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ফাইনালে আজ শনিবার মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি। কিন্তু এই ম্যাচে উপস্থিত থাকবেন না রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কারণ তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেছেন মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ।
কুণালের অভিযোগের তির সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এবং মোহনবাগানের সচিব দেবাশিস দত্তের দিকে। কল্যাণ গত বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন।
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে কুণাল লেখেন, 'যুবভারতীতে আজ ফুটবলের মহাযজ্ঞ। এফএসডিএল রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ করেনি। এটা রাজনৈতিক কারণে, এআইএফএফের বিজেপি সভাপতি কল্যাণ চৌবের ইশারায়।'
'বাংলার বুকে ফাইনাল, কেন ক্রীড়ামন্ত্রীকে বলা হবে না? আরেকটি আক্ষেপ, খেলবে ভারতসেরা মোহনবাগান, তাদের থেকেও ক্রীড়ামন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ করা হয়নি। ফলে তিনি মাঠে যাচ্ছেন না। ক্লাব সহ-সভাপতি হিসেবে এই খবর পেয়ে খারাপ লেগেছে, মন্ত্রীকে দুঃখপ্রকাশ করেছি।'
কুণাল ক্লাব কতৃপক্ষকেও দায়ী করে বলেন, 'ঘরোয়া ফোন আর আনুষ্ঠানিক সসম্মান আমন্ত্রণ এক নয়। মন্ত্রীর পদমর্যাদায় তো নয়ই। তার সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে না। সচিবকে জানাচ্ছি। এই আনুষ্ঠানিক সৌজন্যটা ক্লাবের দেখানো উচিত ছিল। যারা আমন্ত্রণ বা টিকিটের বিষয়টি দেখছিলেন, তাদের একটা গ্যাপ থেকে গেছে।'
কুণাল তৃণমূলের মুখপাত্র। সেই দলের নেতা অরূপ। কুণাল আবার মোহনবাগানের সহ-সভাপতিও। কুণালের অভিযোগ, রাজনৈতিক কারণেই অরূপকে আমন্ত্রণ জানায়নি এফএসডিএল। যে সিদ্ধান্তের নেপথ্যে কল্যাণ রয়েছেন বলে মনে করছেন কুণাল।
এইচজেএস