আইপিএল থেকে ছিটকে গেলেন আরও এক তারকা

২০২৩ আসরের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স চলমান আইপিএলেও দারুণ ছন্দে রয়েছে। বর্তমানে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের শীর্ষে। এরই মাঝে হঠাৎ করে গুজরাটের ক্যাম্প ছেড়ে যান নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার গ্লেন ফিলিপস। প্রথমে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও, পরে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয় কুঁচকির চোটে পড়েছেন ২৮ বছর বয়সী এই তারকা। দলটি এখনও ফিলিপসের পরিবর্তে কাউকে নেয়নি।
এক বিবৃতিতে গুজরাট টাইটান্স জানিয়েছে, ‘কুঁচকির ইনজুরির কারণে গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডে ফিরে গেছেন। ৬ এপ্রিল সানরাইজার্স হায়রাবাদের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়েয় সময় তিনি চোট পান। গ্লেন যেন দ্রুত সেরে উঠেন সেই প্রত্যাশা গুজরাট টাইটান্সের।’ ওই ম্যাচের মূল একাদশে ছিলেন এই কিউই তারকা। ফলে তিনি মাঠে নামেন বদলি ফিল্ডার হিসেবে।
অবশ্য এখন পর্যন্ত গুজরাটের হয়ে কোনো ম্যাচই খেলা হয়নি ফিলিপসের। হায়দরাবাদের বিপক্ষে তাকে বদলি ফিল্ডার হিসেবে নামানো হয় ইনিংসের পঞ্চম ওভারে। ওই ওভারেই তিনি চোটে পড়েন। প্রসিধ কৃষ্ণার বলে দ্রুত সিঙ্গেল রান নেওয়ার চেষ্টায় ছিলেন হায়দরাবাদের ইশান কিষাণ ও নিতীশ কুমার রেড্ডি। তাদের রান নেওয়া থেকে ঠেকাতে দ্রুতই বল ছুঁড়ে মারতে গিয়ে কুঁচকিতে টান লাগে ফিলিপসের। তৎক্ষণাৎ মাটিতে শুয়ে পড়ার পরই তাকে তুলে নেওয়া হয়।
আরও পড়ুন
এ নিয়ে গুজরাটের দ্বিতীয় কোনো বিদেশি ক্রিকেটার হিসেবে ক্যাম্পের বাইরে চলে গেলেন ফিলিপস। তার আগে হঠাৎ করেই ব্যক্তিগত জরুরি কাজে কথা জানিয়ে দেশে ফিরে যান দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তিনি কবে নাগাদ আবার গুজরাটের স্কোয়াডে যুক্ত হবেন তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে এই মুহুর্তে শুভমান গিলের দলে রয়েছে পাঁচজন বিদেশি ক্রিকেটার– জস বাটলার, শেরফান রাদারফোর্ড, রশিদ খান, জেরাল্ড কোয়েটজে এবং করিম জানাত। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে ৮ জন বিদেশি রাখার অনুমোদন রয়েছে।
২০২৩ আইপিএলের শিরোপাধারীরা চলতি আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে। যদিও ২৫ মার্চ পাঞ্জাব কিংসের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করেছিল তারা। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে টানা জিতেছে গিল-বাটলারদের গুজরাট।
এএইচএস