সামিতের কাছে তথ্য-ডকুমেন্টের তালিকা চেয়েছে বাফুফে

হামজা চৌধুরির পর আরেক জন হাইপ্রোফাইল বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামিত সোমের লাল-সবুজ জার্সিতে খেলার প্রত্যাশা ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের। অনেক অপেক্ষার পর সামিত সোম বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমকে তার আগ্রহের বিষয়টি জানিয়েছেন। বাফুফের পক্ষ থেকে সামিতের কাছে কয়েকটি তথ্য সংক্রান্ত তালিকা প্রেরণ করা হয়েছে।
আজ রাতে সামিতের সঙ্গে বাফুফের একটি বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। তবে সামিতের সঙ্গে আলোচনা করে বাফুফে একটি তালিকা চেয়েছে। যা পেলে বাফুফে কাজ শুরু করবে। সামিতের সঙ্গে বাফুফের পক্ষে যোগাযোগ করা সহ-সভাপতি ফাহাদ করিম বলেন,‘ তার জন্ম নিবন্ধন, কানাডার পাসপোর্ট, বাবা মায়ের কানাডিয়ান ও বাংলাদেশি পাসপোর্ট নতুন-পুরনো যেটাই হোক, নানা-নানী,দাদা-দাদীর নাম ও বাবা-মায়ের জন্মস্থান এই তথ্যগুলো দেয়ার অনুরোধ করা হয়েছে। সে শনি-রোববারের মধ্যে দিতে চেয়েছে। আমি কালকের মধ্যে দেয়ার অনুরোধ করেছি যেন রোববার থেকেই যেন আমরা এ নিয়ে কাজ শুরু করতে পারি।’
আরও পড়ুন
সামিতের বাংলাদেশের হয়ে খেলতে হলে সর্বপ্রথম প্রয়োজন পাসপোর্ট। প্রবাসীদের ক্ষেত্রে শুধু জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যায়। হামজার জন্ম নিবন্ধন ও পাসপোর্টের ক্ষেত্রে বাফুফে সহায়তা করেছিল। সামিতের ক্ষেত্রেও বাফুফে আন্তরিক। সামিত তার ও তার পরিবারের তথ্য প্রেরণের পর বাফুফে এই ব্যাপারে পদক্ষেপ আরো পরিষ্কার ধারণা পাবে।
পাসপোর্ট হওয়ার পর বাফুফেকে কানাডিয়ান ফুটবল ফেডারেশনের কাছে অনাপত্তি পত্রের জন্য আবেদন করতে হবে। সেই অনাপত্তিপত্রে সামিত কানাডার হয়ে কোন দলে কতক্ষণ খেলেছেন এর বিবরণ থাকবে। সেই ম্যাচের স্তর,স্বীকৃতির প্রেক্ষিতে বাফুফে ফিফার সংশ্লিষ্ট খেলোয়াড়দের সংস্থা পরিবর্তনের ধারা অনুযায়ী কাগজপত্র সংযুক্ত করে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটির সুযোগ সঙ্কেত পেলেই সামিত বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।
বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ ১০ জুন। এর সাত দিন আগেই এশিয়ান ফুটবল কনফেডারেশনে বাফুফেকে খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করতে হবে। ফলে ৩ জুনের মধ্যে সামিতের পাসপোর্ট,কানাডার অনাপত্তি পত্র নিয়ে ফিফার সম্মতি পেতে হবে। সময়সাপেক্ষ হলেও বাফুফে চেষ্টা করবে,‘ প্রক্রিয়ার ধরণ সম্পর্কে সামিতও অবগত। আমরা ১০ জুনকে লক্ষ্য রেখেই কাজ করছি, দেখা যাক। ’
জাতীয় ফুটবলে দলে অর্থকড়ির তেমন বিষয় থাকে না। ফেডারেশনের সামর্থ্য ও নীতিমালার উপর দেশ ভেদে জাতীয় ফুটবলারদের সুযোগ-সুবিধার তারতম্য হয়। বাংলাদেশের হয়ে খেলতে সামিত সোমের কোনো চাহিদা আছে কিনা এটা বাফুফের পক্ষ থেকে জিঞেস করা হবে,‘ আমাদের সঙ্গে যখন আলোচনা হবে তখন আমাদের প্রতি তার প্রত্যাশার বিষয়টি জানব ’ বলেন ফেডারেশনের সহ-সভাপতি।
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরি বাংলাদেশের হয়ে একটি ম্যাচ খেলেছেন। ম্যানচেস্টার-ঢাকা-ম্যানচেস্টার বিজনেস ক্লাস বিমান টিকিট ছাড়া বাফুফে তেমন বাড়তি কিছু দেয়নি। ক্যাম্প চলাকালীন সময় দলের অন্য সবার মতোই তিনি সাধারণ সুযোগ-সুবিধা ভোগ করেছেন। হামজার অভিষেক ম্যাচ উপলক্ষ্যে সৌজন্যমূলক কিছু ব্যয় হয়েছে সেটা ফেডারেশন নাকি সভাপতি ব্যক্তিগতভাবে করেছেন সেটা এখনো পরিষ্কার হতে পারেননি কর্মকর্তারাই।
এজেড/এমআইকে