শনিবার ঢাকা ডার্বিতে মুখোমুখি আবাহনী-মোহামেডান

দেশের ক্রীড়াঙ্গনে আবাহনী বনাম মোহামেডান দ্বৈরথ ঐতিহাসিক ও রোমাঞ্চকর। তাদের ম্যাচ ঘিরে দর্শকদের মাঝেও দারুণ উত্তেজনা দেখা যায়। কালের পরিক্রমায় কিছুটা উত্তাপ কমলেও এখনও আবাহনী-মোহামেডান লড়াইয়ের বেশ আবেদন রয়েছে। ঢাকা ডার্বিতে আগামীকাল (শনিবার) মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। ঢাকা ডার্বির আগে আজ (শুক্রবার) দুই দলই নিজেদের শেষ সময়ের প্রস্তুতি সেরে নেবে। এই ম্যাচের আগে আলোচনায় মুশফিকুর রহিম। তাকে ম্যাচটি খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মোহামেডান টিম ম্যানেজমেন্ট থেকে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
আরও পড়ুন
ডিপিএলের পয়েন্ট টেবিলের এই মুহূর্তে শীর্ষ অবস্থানে আবাহনী। হান্নান সরকারের দলটি ১০ ম্যাচে ১৮ পয়েন্ট দখলে রেখেছে নম্বর ওয়ান স্পট। সমান সংখ্যাক ম্যাচ খেলে মোহামেডানের অর্জন ১৬ পয়েন্ট, তারা দুইয়ে অবস্থান করছে। ফলে কারণে উভয় দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই ম্যাচের জন্যই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের পূর্ববর্তী ক্যাম্প পিছিয়ে দেওয়া হয়েছে।
নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজসহ আরও বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটারকে দেখা যাবে এই ম্যাচে। খেলা শেষেই তারা সিলেটে শুরু হতে যাওয়া জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।
এসএইচ/এএইচএস