৮ স্কুল নিয়ে রাজধানীতে ফুটবল প্রতিযোগিতা

আগামীকাল (শুক্রবার) থেকে ফর্টিজের জলসিড়িতে শুরু হচ্ছে স্কুল ফুটবল। রাজধানীর আটটি ইংলিশ মিডিয়াম স্কুল অনূর্ধ্ব-১২, ১৪ বালক এবং অ-১২ বালিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এ উপলক্ষ্যে আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য বাফুফের স্কুল কমিটি থাকলেও রাজধানীর জন্য আন্তঃশহরের আলাদা কমিটি রয়েছে। এই কমিটি প্রথম প্রতিযোগিতা আয়োজন করছে শুধু ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে। রাজধানীতে অবস্থিত বাংলা মিডিয়াম ও সরকারি স্কুলগুলো আগামীকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় নেই। এ সম্পর্কে বাফুফের আন্তঃশহর স্কুল কমিটির প্রধান সারতাজ ভূঁইয়া বলেন, ‘আমরা এবার মাত্র কাজ শুরু করেছি। আগামীতে এর পরিধি বাড়বে। আন্তর্জাতিক স্কুল টুর্নামেন্টেও আমরা প্রতিনিধিত্ব করতে চাই।’
বাফুফের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাধারণ নির্বাহী কমিটি থেকে অথবা ফেডারেশনের কাউন্সিলরদের মধ্য থেকেই মনোনয়ন করা হয়। ইন্টার সিটি স্কুল কমিটির চেয়ারম্যান ব্যতিক্রমভাবে এই দুই ধারার বাইরে থেকে মনোনীত হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘এটা আমাদের একটি ব্যতিক্রম বা নতুন অ্যাপ্রোচ। যারা ফুটবল নিয়ে কাজ করতে আগ্রহী বা উদ্যমী তাদের মধ্যে থেকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
বাফুফে সহ-সভাপতির দেওয়া তথ্যমতে, কাল থেকে শুরু হওয়া স্কুল ফুটবলে অংশগ্রহণকারীদের তথ্যাদি ফিফা-এএফসি’র প্ল্যাটফর্মে থাকবে। আজকের সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি চান স্কুল থেকেই ফুটবলারদের পথচলা শুরু হোক, ‘ফুটবল একজন মানুষের ক্যারিয়ার হতে পারে। স্কুল ফুটবলের মাধ্যমে সেই যাত্রার শুরু সম্ভব।’
আট স্কুলের প্রতিযোগিতায় পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে প্রাইম ব্যাংকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। স্পন্সরের অর্থ বাফুফের কোষাগারে জমা হবে, এরপর ইন্টার স্কুল কমিটি তা টুর্নামেন্ট পরিচালনায় ব্যয় করবে বলে জানা গেছে।
এজেড/এএইচএস