বিজয়-সোহানদের জয়ের দিনে হারল নাসিররা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দশম রাউন্ডের শেষদিনে আজ (বৃহস্পতিবার) তিন ভেন্যুতে নেমেছিল ছয় দল। যেখানে বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে। তাদের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন এনামুল হক বিজয়।
এ ছাড়া গাজী গ্রুপের হয়ে সাব্বির হোসেন ৬৪ এবং শামিম মিয়া ৫৩ রান করেন। বিপরীতে পারটেক্সের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন ইয়াসিন মুনতাসির, তানভীর হোসেন ও রুবেল মিয়া। বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩২ রানেই থামে পারটেক্সের ইনিংস। ফলে ১৭০ রানের বিশাল জয় পায় গাজী। পারটেক্সের হয়ে বলার মতো ইনিংস খেলেন কেবল আদিল (৫৩)।
গাজী গ্রুপের বড় জয় নিশ্চিত করার পথে ২টি করে উইকেট নেন শামিম মিয়া, ওয়াসি সিদ্দিকি ও তোফায়েল আহমেদ। এদিকে বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং রূপগঞ্জ টাইগার্স। যেখানে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের ধানমন্ডি।
ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে রূপগঞ্জ তোলে ২৮০ রান। তাদের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন নাসির হোসেন। এ ছাড়া আসাদুল্লাহ গালিব ৬৫ রান করেন। ধানমন্ডির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ফজলে মাহমুদ রাব্বি। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভালো করেছে ধানমন্ডি। অধিনায়ক সোহান ৯৭ রান এবং ইয়াসির রাব্বি ৫৫ রানে করে দলের জয় নিশ্চিত করেন।
রূপগঞ্জের হয়ে ৩ উইকেট নিয়েছেন নুয়াহেল সানদিদ। দশম রাউন্ড শেষে ডিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী (১৮ পয়েন্ট)। এরপর যথাক্রমে অবস্থান মোহামেডান (১৬), গাজী গ্রুপ (১৪) ও গুলশানের (১৩)।
এসএইচ/এএইচএস