গ্লোবাল সুপার লিগে রিশাদদের প্রতিপক্ষ হতে পারে তারই দল হোবার্ট!

অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে প্রথমবার ডাক পেয়েও খেলতে পারেননি রিশাদ হোসেন। মূলত বিপিএলের আগমুহূর্তে অল্প সময়ের জন্য অনাপত্তিপত্র পাওয়ায় হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে তোলা হয়নি এই লেগস্পিন অলরাউন্ডারের। তার অনুপস্থিতিতেই এবার প্রথমবার বিগ ব্যাশের শিরোপা জিতেছে হোবার্ট। যা তাদের সঙ্গে রিশাদের মিলিত হওয়ার সুযোগ এনে দিয়েছে। যদিও এবার পরস্পর প্রতিপক্ষ হতে পারেন তারা!
ক্যারিবীয় দ্বীপের গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে গত বছর প্রথমবারের মতো পর্দা উঠেছিল গ্লোবাল সুপার লিগের। উদ্বোধনী আসরটিতে শিরোপা জিতে ইতিহাস গড়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। ২০২৪-২৫ আসরে চ্যাম্পিয়ন হওয়ায় টুর্নামেন্টটির পরবর্তী আসরে দেখা যেতে পারে টানা দ্বিতীয়বার শিরোপাজয়ী ফরচুন বরিশালকে। যাদের স্কোয়াডে ছিলেন রিশাদ হোসেন। অন্যদিকে, বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অস্ট্রেলিয়া থেকে অংশ নিতে পারে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স।
চলতি বছরের জুলাইতে হতে পারে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। গত আসরে অস্ট্রেলিয়া থেকে অংশ নিয়েছিল ঘরোয়া প্রতিযোগিতার দল ক্রিকেট ভিক্টোরিয়া। কোরি অ্যান্ডারসন ও স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দলটি ফাইনালে সোহানের রংপুরের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার দ্বিতীয় দল হিসেবে ভিক্টোরিয়ার সঙ্গে দেখা যেতে পারে হোবার্টকে। শক্তিশালী স্কোয়াড নিয়েই তাসমানিয়ান এই ফ্র্যাঞ্চাইজিটি সুপার লিগে অংশ নিতে পারে ক্রিকইনফোকে জানিয়েছে।
আরও পড়ুন
এর আগে বিগ ব্যাশের ২০১৩-১৪ এবং ২০১৭-১৮ মৌসুমে দুই বার ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি হোবার্টের। এবার তৃতীয় দফায় ঘরের মাঠেই আক্ষেপ ঘুছল ফ্র্যাঞ্চাইজিটির। ফাইনালে জেসন সাঙ্ঘা ও ডেভিড ওয়ার্নারের ঝোড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৮২ রানের পুঁজি পেয়েছিল সিডনি থান্ডার্স। জবাবে মিচেল ওয়েনের ৩৯ বলে বিধ্বংসী সেঞ্চুরিতে ৩৫ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় হোবার্ট হ্যারিকেন্স।
এদিকে, গ্লোবাল সুপার লিগের ২০২৪ আসরে বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও খেলতে যায়নি ফরচুন বরিশাল। সে কারণে বাংলাদেশ থেকে অন্যতম সেমিফাইনালিস্ট হিসেবে অংশ নেয় রংপুর। ‘প্রক্সি’ দল হিসেবে নেমেই নুরুল হাসান সোহানের দলটি বাজিমাত করে। তবে এই আসরে বাংলাদেশ থেকে গ্লোবাল সুপার লিগে কারা অংশ নেবে সেটি এখনও নিশ্চিত নয়।
এএইচএস