সেঞ্চুরির অপেক্ষা ঘুচল জ্যোতির, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অভিষেক ওয়ানডে সেঞ্চুরিতে থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের বড় পুঁজি গড়েছে বাংলাদেশ। ওয়ানডেতে টাইগ্রেসদের এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।
Skipper Nigar Sultana Joty’s maiden ODI powered Bangladesh to their highest-ever Women’s ODI total https://www.icc-cricket.com/tournaments/womens-cwc-qualifier-2025/matches/258341/thailand-vs-bangladesh
Posted by ICC - International Cricket Council on Thursday, April 10, 2025
আজ (বৃহস্পতিবার) লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান থাই অধিনায়ক নারুয়েমল চাওয়াই। শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে উদ্বোধনী জুটি ভেঙেছিল টাইগ্রেসদের। ওয়ানডে অভিষেক ম্যাচ খেলতে নামা ইসমা তানজিম ১৩ বলে ৮ রান করে ফিরেছেন।
দ্বিতীয় উইকেটে ফারজানা ও শারমিন মিলে শতরানের জুটি গড়ে দলকে ভালো শুরু এনে দেন। ৮২ বলে ৫৩ রান করেছেন ফারজানা। চারে ব্যাট করতে নামা নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে আবারও বড় জুটি গড়েন শারমিন। ১৩৮ বলে ১৫২ রান এসেছে এই জুটি থেকে।
ওয়ানডে ক্যারিয়ারে ৫৩টি ম্যাচ খেলে ফেললেও এতদিন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেননি নিগার সুলতানা জ্যোতি। আজ সে অপেক্ষা ঘুচেছে। ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শতক পেরোলেন জ্যোতি। ১৫ চার ও এক ছক্কায় ৭৮ বলে সেঞ্চুরির দিনে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডও গড়েছেন টাইগ্রেস অধিনায়ক।
ইনিংসের শেষ বলে ব্যক্তিগত ১০১ রানে জ্যোতি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শারমিন। ১২৬ বলে ৯৪ রান এসেছে টাইগ্রেস এই ব্যাটারের ব্যাট থেকে। নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২৭১ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গত, বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ এপ্রিল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। ১৫ এপ্রিল পরের ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৭ ও ১৯ এপ্রিল বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান।
এফআই