ইউসিএলের সম্ভাব্য সেমিফাইনালিস্ট ও চ্যাম্পিয়নের নাম বললেন নেইমার

ইউরোপের পাট চুকিয়ে সৌদি আরব হয়ে বর্তমানে স্বদেশি ক্লাব সান্তোসের জার্সি গায়ে জড়িয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। অর্থাৎ, তিনি এখনও আছেন ইউরোপীয় ক্লাবের সর্বোচ্চ প্রতিযোগিতার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাইরে। বার্সেলোনার হয়ে ২০১৫ আসরে শিরোপাজয়ী এই তারকা চলমান ইউসিএল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। জানিয়েছেন সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট ও চ্যাম্পিয়নের বিষয়েও।
সম্প্রতি এক অনুষ্ঠানে নেইমারকে ২০২৪-২৫ চ্যাম্পিয়ন্স লিগে কে জিততে পারে তা নিয়ে মতামত জানতে চাওয়া হয়। সূচি অনুযায়ী– কোয়ার্টার ফাইনালে পিএসজির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। এই দুই দলের লড়াইয়ে নিজের সাবেক ফরাসি ক্লাবকে বেছে নিয়েছেন নেইমার। এ ছাড়া আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের মধ্যে তিনি সর্বোচ্চবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী লস ব্লাঙ্কোসদেরই ফেভারিট বলছেন। যদিও বার্সায় থাকাকালে এই দলটি ছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী।
নেইমারের কাছে জানতে চাওয়া হয় বার্সেলোনা ও বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচ নিয়েও। নেইমারের মতে কাতালানরাই সেমিতে খেলবে। আরেক লড়াইয়ে ইন্টার মিলানকে হারিয়ে বায়ার্ন মিউনিখই সেমিতে উঠবে বলে মন্তব্য করেন তিনি। সবমিলিয়ে সেলেসাও তারকার মতে সেমিফাইনাল খেলবে– পিএসজি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। এদের মধ্যে থেকে কাতালানরাই চ্যাম্পিয়ন হবে বলে প্রত্যাশা নেইমারের।
লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ফর্মেই আছে বার্সেলোনা। ছন্দে থাকা দলটি উভয় শিরোপা জিতলে অবাক হওয়ার কিছু নেই। তবে কুলারদের চ্যাম্পিয়ন্স লিগের হতাশা চলছে অনেক বছর ধরে। ৫ বার চ্যাম্পিয়ন হওয়া দলটি সর্বশেষ ২০১৪-১৫ মৌসুমে শিরোপা জিতেছিল মেসি-নেইমার-সুয়ারেজ তারকাত্রয়ীর হাত ধরে। এরপর থেকে তারা আর ইউরোপের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় সাফল্য পায়নি। তবে এবার লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও লেভান্ডফস্কিরা সেই আক্ষেপ কাটানোর পথেই আছেন ভালোভাবে।
আরও পড়ুন
গত এক দশক ইউরোপিয়ান ফুটবলে সেরা ফুটবলারদের একজন ছিলেন নেইমার। বার্সেলোনা ও পিএসজিতে তিনি কাটিয়েছেন ১০টি বছর। এর মধ্যে একবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। সবমিলিয়ে ইউরোপিয় এই প্রতিযোগিতায় ৮১ ম্যাচ খেলে তিনি ৪৩ গোল করেন। বার্সেলোনা ছেড়ে ২০১৭ সালে পিএসজি এবং সেখান থেকে ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-হিলালে নাম লেখান ব্রাজিল তারকা। যদিও সৌদিতে দেড় বছরের অধ্যায়ে খেলেছেন কেবল ৭টি ম্যাচ। ইনজুরিপ্রবণ সেই অধ্যায় শেষে গত জানুয়ারিতে তিনি যোগ দেন শৈশবের ক্লাব সান্তোসে।
এএইচএস