আবাহনী-মোহামেডানের জয়ের দিনে হার নাঈম শেখদের

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) আজ তিন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে ছয় দলের খেলা। যেখানে বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নেমেছিল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ৭৪ রানের জয় পেয়েছে মোহামেডান।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মোহামেডান সংগ্রহ করে ২৮৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন মুশফিক, এ ছাড়া ৬৪ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে অগ্রণী ব্যাংক সংগ্রহ করে ২১৩ রান।
দলের হয়ে কেবল অমিত হাসান ছাড়া লড়তে পারেননি কেউই। তরুণ এই ব্যাটার করেন ১০৫ রান। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন এবাদত হোসেন। এদিকে, বিকেএসপির ৪ নম্বর মাঠে খেলেছিল আবাহনী এবং প্রাইম ব্যাংক। এই দিনেও ১৩৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে হান্নান সরকারের দল। শুরুতে ব্যাট করতে নেমে আবাহনী সংগ্রহ করে ২৯০ রান ৯ উইকেট হারিয়ে।
বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৫৭ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। দলের হয়ে নাঈম শেখের ৭৩ রান রান ছাড়া বড় সংগ্রহ কেউ করতে পারেননি। তবে শামীম পাটোয়ারী করেন ৪০ রান। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এদিকে মিরপুর শের-ই বাংলার মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় তুলে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। শুরুতে ব্যাট করে গুলশান সংগ্রহ করে ১৭৮ রান। মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে ১৭২ রানে অলআউট হয় শাইনপুকুর। শেষ ওভারের নাটকীয়তায় ৬ রানে জয় তুলে নেয় গুলশান।
এসএইচ/এফআই