১৭ মিনিটের তাণ্ডব, রাইসের ইতিহাস– বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

আর্সেনাল ৩ : ০ রিয়াল মাদ্রিদ
১৭ মিনিট। ঘড়ির কাঁটায় খুব বেশি একটা সময় নিশ্চয়ই না। তবে রিয়াল মাদ্রিদের কাছে গতরাতে লন্ডন শহরের ১৭ মিনিট নিশ্চিতভাবেই বেশ লম্বা এক সময় হয়েই ধরা দিয়েছে। আইন্সটাইনের আপেক্ষিকতার নিয়ম অনুযায়ীই কেবল যার ব্যাখ্যা চলে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে আর্সেনালের কাছে দলটা তো হেরে গিয়েছে বলতে গেলে ওই ১৭ মিনিটের তাণ্ডবে।
ডেক্লান রাইস তার জোড়া গোলের দিনে গড়েছেন চ্যাম্পিয়ন্স লিগের নতুন ইতিহাস। মিকেল মেরিনো আর্সেনালের জার্সিতে আরও একবার প্রমাণিত হয়েছেন ‘মিডাস টাচ’ হিসেবে। ৩-০ গোলে হারের সঙ্গে এদুয়ার্দো কামাভিঙ্গার লাল কার্ড রিয়াল মাদ্রিদের ক্ষত বাড়িয়েছে আরও অনেকটা।
ম্যাচের প্রথম মিনিটেই আচমকা শটে চেষ্টা করেন কিলিয়ান এমবাপে। ৩০ গজ দূর থেকে নেয়া শটটা সত্যিকার অর্থে চ্যালেঞ্জ জানাতে পারেনি আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়াকে। ৭ম মিনিটে গোল হজম করতে গিয়েও বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। থমাস পার্টের হেড তারই সতীর্থ উইলিয়াম সালিবার মাথায় লাগায় রিয়ালের জাল অব্দি যায়নি।
আরও পড়ুন
৩১ মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন এমবাপে। জুড বেলিংহ্যামের রক্ষণ চেরা পাসে গোলরক্ষক রায়াকে একা পেয়েও গোল করা হয়নি। আর প্রথমার্ধের শেষদিকে থিবো কর্তোয়া দারুণ রিফ্লেক্সে অক্ষত রাখেন গোলবার।
গোলহীন প্রথমার্ধের পর এই ম্যাচে তিন গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৮তম মিনিটে আর্সেনাল ফ্রি কিক পেলে দারুণ এক গোল করে বসেন ডেক্লান রাইস। ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের বাঁকানো শট জাল নিচু হয়ে জালে জড়ায়। কর্তোয়ার প্রচেষ্টা ব্যর্থ করে লিড নেয় আর্সেনাল।
ক্যারিয়ারের ১ম ফ্রি-কিক গোল পেতে রাইসকে ৩৩৯ ম্যাচ লাগলেও, ২য় ফ্রিকিক গোল পেতে সময় লেগেছে মোটে ১২ মিনিট। ৭০তম মিনিটে আবার ফ্রি কিক পায় আর্সেনাল, এবারও রাইসের গোল। এই দফায় ওপরের পোস্ট বল জড়াল জালে। আর এই গোলেই ইতিহাসের পাতায় নাম ওঠে ডেক্লান রাইসের।
প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগ নকআউটে সরাসরি ফ্রি কিক থেকে দুটি গোল করেছেন। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে রিভালদো, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার এবং হাকিম জিয়েখের জোড়া ফ্রিকিক গোলের নজির আছে। তবে সে সব নকআউটের ম্যাচ ছিল না।
১২ মিনিটের ব্যবধানে দুই গোল হজমে মানসিকভাবে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। সেটারই সুযোগ নিয়েছে গানার্সরা। ৭৫তম মিনিটে লুইস-স্কেলির বাড়ানো বলে গোল করে বসেন স্প্যানিশ মিডফিল্ডার মাইকেল মেরিনো (৩-০)। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
তবে ম্যাচ শেষের আগে আরেকটা ধাক্কা খেতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় রিয়ালের এদুয়ার্দো কামাভিঙ্গাকে। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের ২য় লেগ আগামী ১৬ এপ্রিল।
জেএ