বাংলাদেশের কোচ হওয়া প্রসঙ্গে যা বললেন সাবেক পাকিস্তানি তারকা

বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের নতুন বোলিং কোচ নিয়োগ দেওয়া নিয়ে আলোচনা চলছে ক্রিকেটাঙ্গনে। চুক্তির এক বছর বাকি থাকতেই নাকি বিসিবি বর্তমান কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে যাচ্ছে। ফলে বাংলাদেশের সম্ভাব্য বোলিং কোচ হওয়ার দৌড়ে কয়েকটি নাম খবরের শিরোনামে ছিল। এর মধ্যে অন্যতম সাবেক পাকিস্তানি তারকা উমর গুল। তিনি নিজেও বিসিবির সঙ্গে যোগাযোগের বিষয়ে কথা বলেছেন।
গতকাল (সোমবার) পাকিস্তানের স্থানীয় এক সংবাদমাধ্যমকে গুল বলেছেন, ‘আমাদের মধ্যে যোগাযোগ রয়েছে, কিন্তু এখনও কোনো কিছু নিশ্চিত নয়। আর এই নিশ্চয়তা নির্ভর করছে দু’পক্ষের বোঝাপড়া এবং নীতি-শর্তের ওপর ওপর। একইসঙ্গে এ বিষয়গুলো বোর্ডের (বিসিবি) হাতে রয়েছে।’
২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ দলের পেস কোচ হিসেবে চুক্তি রয়েছে আন্দ্রে অ্যাডামসের সঙ্গে। তবে তার পারফরম্যান্সে সন্তুষ্ট না হওয়ায় সেই চুক্তি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার সম্ভাবনা কম বিসিবির। সে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আসন্ন দুই টেস্টের সিরিজ শেষেই অ্যাডামস অধ্যায় শেষ হতে যাচ্ছে বলে ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির এক মুখপাত্র। সে কারণে তারা উপযুক্ত বিকল্প খুঁজছে।
আরও পড়ুন
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন উমর গুল। অল্প সময়ের মাঝেই তিনি কোচিং পেশা শুরু করেন। এর আগে ২০০৩-১৬ সালে সাবেক এই ডানহাতি পাক পেসার জাতীয় দলের হয়ে ৪৭ টেস্ট, ১৩০ ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কোচিং ক্যারিয়ারের শুরুতে পিএসএল ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং তারপর আফগানিস্তান জাতীয় দল ও পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেন গুল।
সাবেক এই পাকিস্তানি তারকা ছাড়াও বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে আছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ও সম্প্রতি বিপিএলে চিটাগাং কিংসকে কোচিং করানো শন টেইট, তাসকিন-মুস্তাফিজদের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড ও ওটিস গিবসন। এরই মাঝে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের প্রধান কোচ হিসেবে ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিসিবি। এ ছাড়া মোহাম্মদ সালাউদ্দিনকে করা হয়েছে সিনিয়র সহকারী কোচ।
বাংলাদেশ ক্রিকেটে অনেক জনপ্রিয় মুখ কোচ সালাউদ্দিন। এর আগে তিনি সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নেওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন ব্যাটিং কোচের ভূমিকায়। জাতীয় দলের আসন্ন আন্তর্জাতিক ব্যস্ত সূচির প্রস্তুতিতে তিনি বড় ভূমিকা রাখতে পারেন বলে মনে করা হচ্ছে। কোচ সালাউদ্দিনকে পুনরায় নিয়োগের বিষয়ে বিসিবির মুখপাত্র ক্রিকবাজকে বলেন, ‘সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে মৌখিক চুক্তি হয়েছে। বোর্ড সভায় সম্পন্ন হবে বাকি আনুষ্ঠানিকতা। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে, তবে অদৃশ্য কারণে সেটি স্থগিত রয়েছে।’
এএইচএস