আইপিএল ইতিহাসে রজত পতিদারের যে কীর্তি নেই আর কারোরই

অধিনায়ক হিসেবে রজত পতিদারের নাম দেখে কিছুটা বিষ্মিত হয়েছিলেন অনেকেই। বেঙ্গালুরুর স্কোয়াডে বিরাট কোহলি, ফিল সল্ট কিংবা লিয়াম লিভিংস্টোনের মতো তারকাদের উপস্থিতি থাকলেও শেষ পর্যন্ত তরুণ ভারতীয় ব্যাটারের ওপরেই ভরসা রেখেছে বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্ট। আর সেটার প্রতিদানও দারুণভাবেই ফিরিয়ে দিচ্ছেন পতিদার।
এখন পর্যন্ত আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে কখনো শিরোপার স্বাদ না পাওয়া বেঙ্গালুরু। ৪ ম্যাচে ৩ জয় নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে দলটি। আর দলের সাফল্যে সামনে থেকেই লড়ছেন রজত পতিদার। ৩ জয়ের মাঝে ২ ম্যাচেই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। সেটা আবার আইপিএলের ইতিহাসে গড়েছে একেবারেই নতুন এক রেকর্ড।
আইপিএলে একই মৌসুমে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সফরকারী দলের কেউই এর আগে ম্যান অব দ্য ম্যাচ হতে পারেননি। আর সেটাই করে দেখিয়েছেন রজত পতিদার। এক আইপিএল মৌসুমে এম চিদাম্বারাম এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচসেরা হয়ে গড়েছেন একেবারেই ভিন্নধর্মী রেকর্ড।
মৌসুমের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে তাদেরই মাঠে ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেছিলেন অধিনায়ক পতিদার। এরপর গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩২ বলে ৬৪ রানের ইনিংস খেলে ঝড় তুলেছিলেন আরসিবি অধিনায়ক। দুই ম্যাচেই দল জিতেছে। ব্যাটিংয়ের পাশাপাশি তার অধিনায়কত্বটাও কুড়িয়েছে প্রশংসা। স্বাভাবিকভাবেই সেরার স্বীকৃতি গিয়েছে তার কাছেই।
রজত পতিদারের এবারের আইপিএলের মাহাত্ম্য এখানেই শেষ হচ্ছে না। নিজের ২৮তম ইনিংসের পর রজত পতিদারের আইপিএলে ছক্কা এখন ৬২টি। সমান ইনিংসে তার চেয়ে বেশি ছক্কা আছে কেবল ক্রিস গেইলের। ক্যারিবিয়ান এই কিংবদন্তির ছক্কা ছিল ৭০টি।
আরও পড়ুন
পতিদারের ব্যাটিং আর নেতৃত্বের সুবাদে দীর্ঘদিনের চেন্নাই এবং মুম্বাইয়ের মাঠে দীর্ঘদিনের জয়খরাও ঘুচিয়েছে বেঙ্গালুরু। চলতি মৌসুমেই চেন্নাইয়ের চিদাম্বারামে তারা জিতেছে ৬ হাজার ১৫৪ দিনের ব্যবধানে। আবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয় এসেছে ৩ হাজার ৬১৯ দিন পর। তরুণ রজত পতিদার এখন থেকেই যে আস্থার প্রতিদান দিচ্ছেন, সেটা নিশ্চিতভাবেই বড় প্রাপ্তি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য।
জেএ