নিষেধাজ্ঞা থেকে ফিরে নাসির বললেন, 'আমি আনলাকি'

বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত সদস্য ছিলেন নাসির হোসেন। তবে বিতর্কেও কম জড়াননি তিনি। বিতর্কিত কর্মকাণ্ডের পাশাপাশি হারিয়েছেন নিজের ফর্মটাও। অনেকটা অকালেই হারিয়ে গিয়েছিলেন জাতীয় দলের রাডার থেকে।
বিতর্কের শেষ অঙ্কে হয়েছেন নিষিদ্ধ। টি-টেন লিগ খেলতে গিয়ে আইসিসি থেকে শাস্তি পান নাসির। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন এই ক্রিকেটার। আজ সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে পেশাদার ক্রিকেটে ফের দেখা গেল নাসিরকে।
গতকাল রাতে নাম লিখিয়েছিলেন রূপগঞ্জ টাইগার্সের হয়ে। দেড় বছর পর মাঠে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাসির বলেন, ‘মানুষ চাইলে সব কিছুই পারে। ফিরে আসা বলতে... দেড় বছর তো। আমি একটু আনলাকি এই কারণে বলব যে, আমার দেড় বছর যেখান থেকে শুরু হয়েছে আমি দুইটা মৌসুম মিস করে ফেলেছি। দুইটা বিপিএল আর এটাসহ দুইটা প্রিমিয়ার লিগ। তাই এদিক থেকে আমি আনলাকি। যদি একটা মিস হতো, তাহলে ঠিক ছিল।’
নিজেকে দুর্ভাগা উল্লেখ করে নাসির বললেন, ‘আমি অনেক আনলাকি! আমার কাছে মনে হয় (হাসি)। কী বলব এটা? (নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই) ম্যাচ ছিল বিধায় খেলতে পেরেছি। আরও অনেক দলের প্রস্তাব ছিল। তবে আমার মনে হয়েছে, এই দলে খেললে আমার জন্য ভালো হবে।’
এসএইচ/জেএ