বুমরাহর ফেরা নিয়ে যা বললেন জয়াবর্ধনে

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ছাড়পত্র পেয়েছেন জাসপ্রীত বুমরাহ। আইপিএলে খেলতে আর কোনও বাধা নেই তার। মুম্বাই ইন্ডিয়ান্সে যোগও দিয়েছেন তিনি। আজ সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে একাদশে দেখা যাবে এই পেসারকে।
মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনে বলেন, 'বুমরাহ অনুশীলন করেছে। বেঙ্গালুরু ম্যাচে সে খেলবে। আগের দিন রাতে সে দলে যোগ দিয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পরীক্ষা দিয়ে ছাড়পত্র পেয়েছে। আমাদের ফিজিও তার দেখভাল করবে। তবে প্রথম দিন অনুশীলনে দেখে তাকে ভালো লেগেছে।'
অবশ্য আগে জানা গিয়েছিল, দলের সঙ্গে যোগ দিলেও সোমবার বিরাট কোহলিদের বিপক্ষে বুমরাহর খেলার সম্ভাবনা নেই। তকে নিয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছে বিসিসিআই। বুমরাহসর ওপর আলাদা নজর রাখতে বলা হয়েছে মুম্বাই কর্তৃপক্ষকে।
তখন বলা হয়েছিল, আগামী ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন বুমরাহ। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন তিনি। অক্ষর প্যাটেলদের বিপক্ষে ম্যাচের আগে কয়েক দিন সময় থাকায় হার্দিকেরা নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। সেই ম্যাচগুলোতে খেলে ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করবেন বুমরাহ। তবে এতদিন অপেক্ষা করতে হচ্ছে না। আজই মাঠে নামতে যাচ্ছেন এই পেসার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের পঞ্চম টেস্ট চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। তার পর থেকে খেলেননি তিনি। প্রথমে মনে করা হয়েছিল, অস্ত্রোপচার করাতে হবে। কিন্তু শেষ পর্যন্ত তা করাতে হয়নি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হয়েছেন বুমরাহ।
মাঝে দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি বুমরাহ। তাকে ছাড়াই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মুম্বাইয়ের প্রথম চারটি ম্যাচেও খেলতে পারেননি তিনি।
এইচজেএস