সাবিনাদের ভুটান যাত্রার শুভেচ্ছায় কোটি টাকার দাবির মুখে বাফুফে

ঈদের পর আজই বাফুফে ভবনের প্রথম কর্মদিবস। ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বিকেলে ভবনে এসেই সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন। ফেডারেশনের দাপ্তরিক কিছু কাজ সেরে ঘন্টাখানেক পর চতুর্থ তলায় সাবিনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান সভাপতি।
আধঘন্টার একটু কম সময় সাবিনাদের সাথে সাক্ষাত করে আবার নিজ কক্ষে ফেরেন তাবিথ আউয়াল। দ্বিতীয় তলায় নিজ কক্ষে ফেরার সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে নারী ফুটবল ইস্যুতে। তিনি এ নিয়ে কোনো মন্তব্যই না করে ভেতরে যান। এর আধঘন্টা পর মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের ব্রিফ করেন। সেই ব্রিফিংয়ে অবশ্য রহস্যাবৃত্তই।
জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই। সেই বাছাইয়ে কোচ পিটার বাটলারকে বিদ্রোহ করা ফুটবলাররা ফিরবেন কিনা? এই প্রশ্ন মিডিয়া কমিটির চেয়ারম্যানকে কয়েক দফা করা হলেও তিনি একই কথার পুনরাবৃত্তি করেছেন, ‘তারা বিদেশের লিগ খেলতে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক ভাবমূর্তি। আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি মূলত। এর বাইরে অন্য কোনো বিষয় আলোচনা হয়নি।’
জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ থাকলে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য এই বিষয়টি উল্লেখ করে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘জাতীয় দলের জন্য ক্লাব অবশ্যই খেলোয়াড় ছাড়বে আমাদের সঙ্গে এমন কথাই হয়েছে ক্লাবের। তারাও আসবেন।’ সাবিনা-ঋতুপর্ণারা বাটলারের অধীনেই অনুশীলন করতে রাজি হয়েছে কিনা এই প্রশ্ন আবার করা হলে সেই শুভেচ্ছার উত্তরের পুনরাবৃত্তি।
আরও পড়ুন
সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, সুমাইয়া পারো এফসি’র হয়ে খেলবেন। মাসুরা ও রুপ্না খেলবেন ট্রান্সপোর্ট উইনাইটেডে। এই ক্লাবে সাগরিকার খেলার কথা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি। আগামীকাল সকালে এই ছয় নারী ফুটবলার ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পাশাপাশি নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, সহ-সভাপতি ফাহাদ করিম, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু, কামরুল হাসান হিল্টন, গোলাম গাউসও উপস্থিত ছিলেন।
আগামীকাল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা আরো ৪৯ জন ফুটবলারের। পরশু দিন আসবেন বৃটিশ কোচ বাটলার। সেই বাটলারের অধীনে সানজিদা-কৃষ্ণারা অনুশীলন করবেন কিনা বা বাটলারও তাদের অনুশীলনে নেবেন কিনা সেই জট এখনো খুলেনি।
সাফের সভা শেষে আজ সকালে কলম্বো থেকে ঢাকায় এসেছেন কিরণ। দেশে পৌছে বিকেলে ফেডারেশনে সাবিনাদের শুভেচ্ছা জানিয়ে আবার দ্রুত ভবন ত্যাগ করেন। মিডিয়া কমিটির চেয়ারম্যান বিষয়টি খোলাসা না করতে পারলেও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ অবশ্য স্পষ্ট করেই বললেন, ‘তারা এই কোচের অধীনে অনুশীলনে ফিরবে।’ যদিও নারী ফুটবলারদের ভাষ্য অনেকটা ভিন্ন রকম, ‘আগে কোচ-খেলোয়াড়, ফেডারেশন সব পক্ষ বসবে এরপর (অনুশীলন)।’
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনাদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাফুফে। ২০২৪ সালের ৯ নভেম্বর এই সিদ্ধান্তের পাঁচ মাস পেরিয়ে যাচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদ,বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, সেনাবাহিনীসহ আরো অনেক প্রতিষ্ঠান প্রতিশ্রুতি পূরণ করলেও খোদ বাফুফে সাবিনাদের এই অর্থ প্রদান করেনি। আজ বাফুফে কর্তারা ভুটানের শুভেচ্ছা জানানোর সময় ফুটবলাররা সেই বিষয়টি স্মরণ করিয়েছেন। ফেডারেশন সভাপতি এটি ইতিবাচক হিসেবেই নিয়েছেন বলে জানা গেছে ফুটবলার ও ফেডারেশন উভয় পক্ষ থেকে।
এজেড/জেএ