৫ হাজার ৪৬৮ দিন পর চেন্নাইয়ের এমন হার

আইপিএলের সবচেয়ে দাপুটে দল কারা? এমন এক প্রশ্নের উত্তরে চেন্নাই সুপার কিংসের নামটাই বলতে হয়। সবচেয়ে বেশি শিরোপা তাদের। ক্রিকেটের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ দলগুলোকে নিয়ে করা চ্যাম্পিয়ন্স ট্রফিরও দুইবারের চ্যাম্পিয়ন তারা। সবচেয়ে বেশি প্লে-অফ খেলা দলটার নামও চেন্নাই সুপার কিংস। আইপিএলের ‘ইয়েলো আর্মি’দের এবারের আসরটা অবশ্য কাটছে দুর্দশায়।
চেন্নাইয়ের শক্তিমত্তার জায়গা তাদের ঘরের মাঠ এম চিদাম্বারাম। সেই দুর্গে এবারে এমন দুই আঘাত এলো যেটা হয়ত মেনে নিতে বেশ কষ্টই হবে চেন্নাই সমর্থকদের। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আসরে নিজেদের চতুর্থ ম্যাচে আজ রুতুরাজ গায়কোয়াড়ের দল হেরেছে ২৫ রানে। এই মাঠে দিল্লি ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে এটি তাদের তৃতীয় হার। আর সেটাও এসেছে ৫ হাজার ৪৬৮ দিন পর।
সবশেষ যেবার দিল্লি ফ্র্যাঞ্চাইজি চিদাম্বারামে জয় পেয়েছিল, সেটা ছিল ২০১০ সালের ১৫ই এপ্রিল। ক্যালেন্ডারের পাতা হিসেব করলে ১৪ বছর ১১ মাস এবং ২০ দিন পর দিল্লি জয় পেল চেন্নাইয়ের মাঠে। মজার ব্যাপার ২০১০ সালে দিল্লির ফ্র্যাঞ্চাইজি মাঠে নেমেছিল দিল্লি ডেয়ারডেভিলস নামে। যার অর্থ, নতুন ফ্র্যাঞ্চাইজিতে এবারই প্রথম চিপাকে জয় পেয়েছে ভারতের রাজধানী অঞ্চলের দলটা।
ঘরের মাঠে আজ চেন্নাই পড়েছিল কেএল রাহুলের ঝড়ের সামনে। আইপিএলের মঞ্চে ওপেনার হিসেবে নিজের ৪০ বারের মতো ৫০ পেরুনো ইনিংস আজ খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৫১ বলে করেছেন ৭৭ রান। তার ওই এক ইনিংসই বড় ভিত গড়ে দেয় দিল্লির জন্য। অভিষেক পোড়েলের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। ২০ ওভার শেষে দিল্লির স্কোর ছিল ১৮৩।
পরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট খুইয়েছে চেন্নাই। দলীয় ৭৫ রান পেরুনোর আগেই সাজঘরে ফেরেন ৫ ব্যাটার। ৬ষ্ঠ উইকেটে চেন্নাইয়ের ইতিহাসে রেকর্ড ৮৪ রানের জুটি গড়েন বিজয় শঙ্কর এবং মহেন্দ্র সিং ধোনি। তবে দুজনের ওই জুটিটা ছিল না টি-টোয়েন্টিসুলভ। বরং সেট হয়েও দলকে জেতাতে না পারাটাই আক্ষেপ হয়ে থাকবে চেন্নাইয়ের জন্য।
আরও পড়ুন
এর আগে চলতি আসরেই ৬ হাজার ১৫৪ দিনের বিরতিতে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হেরেছিল চেন্নাই সুপার কিংস। এবার ৫ হাজার ৪৬৮ দিনের বিরতিতে হারল দিল্লি ক্যাপিটালসের কাছে। চলতি আসরে ৮ম স্থানে থাকা চেন্নাই এই বিপর্যয় থেকে ঠিক কীভাবে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা সাজায়– সেটাই এখন দেখার অপেক্ষা।
জেএ