হারের বৃত্তে বন্দী মুম্বাইকে সুখবর দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড

৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই হার। এমন দুর্বিপাকে পরে আগে শিরোপা জেতেনি আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। অবশ্য শুরুর ৪ ম্যাচের সবকটি হেরে একবার শিরোপা জেতার নজির আছে তাদের। তবে এবারের চিত্রটা বদল হতে পারে মুম্বাইয়ের জন্য। সেই সুসংবাদ অবশ্য এরইমাঝে পেয়েছে দলটা। আর সেটা এসেছে খোদ ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সুবাদে।
মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ এবারে আইপিএলে ফিরতে প্রস্তুত। বোর্ড তাকে সেই সবুজ সংকেত দিয়েছে। বেঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির সবশেষ মেডিকেল রিপোর্টে সন্তুষ্ট বোর্ডকর্তারা। আগামীকাল রোববারই তিনি যোগ দেবেন নিজের দল মুম্বাই ইন্ডিয়ান্সের টিম হোটেলে।
তবে সোমবারই মুম্বইয়ের ম্যাচে মাঠে নামবেন না বুমরাহ। আগামী সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে খেলা রয়েছে ৫ বারের চ্যাম্পিয়নদের। সেই ম্যাচে থাকছেন না সময়ের সেরা এই পেসার। ১৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তিনি। ভারতীয় গণমাধ্যম বলছে আইপিএলে মাঠে নামার আগে গোটা দুয়েক প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন বুমরাহ। দিল্লির বিপক্ষে ম্যাচের আগে কয়েক দিন সময় থাকায় মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের মধ্যে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবেন। সেই ম্যাচগুলোতে থাকতে পারেন বুমরাহ।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন বুমরাহ। ধরা পড়েছিল পিঠের ইনজুরি। সেই থেকে এই পেসার মাঠের বাইরে। খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। আইপিএলেও এখন পর্যন্ত তাকে পাননি হার্দিক পান্ডিয়ার দল।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, বুমরাহকে খেলার ছাড়পত্র দিয়েছেন বোর্ডের চিকিৎসকেরা। তার পিঠে আর কোনও সমস্যা নেই। স্বাভাবিকভাবে বল করতে পারছেন। সব ঠিক থাকলে দিন দশেকের মাঝেই পুরোপুরি ম্যাচ ফিট হয়ে যাবেন বুমরাহ।
আরও পড়ুন
অবশ্য ইন্টার স্কোয়াড প্রস্তুতি ম্যাচগুলোতে বুমরাহর উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। মুম্বাইয়ের মেডিক্যাল টিমের সদস্যরা নজর রাখবেন। দেখা হবে বুমরাহের কোনও সমস্যা হচ্ছে কিনা। সব ঠিকঠাক থাকলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন বুমরাহ।
জেএ