সিরিজ হারের পর দর্শক পেটাতে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

সিরিজ হেরেছেন খানিক আগেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে শেষটাও পাকিস্তানের মনের মতো হয়নি। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া। স্বাভাবিকভাবেই একেবারেই স্বাভাবিক মেজাজে ছিলেন না পাকিস্তানের ক্রিকেটাররা।
তবে এদের মাঝে খুশদিল শাহের অবস্থা বোধকরি একটু বেশিই মন্দ ছিল। নয়ত সমর্থকদের কথায় এতটা চটে যাবেন কেন এই অলরাউন্ডার। শুধু মেজাজ হারিয়েই ক্ষান্ত হননি তিনি। একেবারে বাউন্ডারি সীমানা পেরিয়ে সেই দর্শককে পেটাতেও এগিয়ে গিয়েছিলেন খুশদিল। যদিও উপস্থিত নিরাপত্তারক্ষী আর সতীর্থরা আটকান তাকে।
ঘটনা মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩য় ওয়ানডের পর। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ৪৩ রানে হেরে যায় পাকিস্তান। সেই সঙ্গে নিশ্চিত হয় হোয়াইটওয়াশের লজ্জা। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সেরে তখন পুরো পাকিস্তান দল ফিরছে ড্রেসিংরুমের দিকে। সেসময়েই নাকি মাঠে উপস্থিত কিছু দর্শক পাকিস্তানের সব খেলোয়াড়কে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য ছুঁড়ে দেন।
— Imran Siddique (@imransiddique89) April 5, 2025
আর সেটাই একেবারে ভালোভাবে নেননি খুশদিল শাহ। মেজাজ হারিয়ে সেই দর্শকের দিকে তেড়ে যান এই অলরাউন্ডার। বাউন্ডারি লাইনের বিজ্ঞাপনী বোর্ড পেরিয়ে আলাদা বেষ্টনীর কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিলেন। সেখান থেকে অবশ্য বেশ কষ্ট করেই তাকে ফিরিয়ে আনা হয়। আর এমন আচরণের পর নিশ্চিতভাবেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে খুশদিল শাহের বিপক্ষে।
আরও পড়ুন
পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজের প্রতিবেদন ইমরান সিদ্দিকী পিসিবির বরাত দিয়ে জানান, দুজন আফগান নাগরিকই পুরোটা সময় ক্রিকেটারদের নাম ব্যবহার করে তীর্যক বাক্য ছুঁড়ে দিচ্ছিল। খুশদিল তাদের থামতে বললেও তারা থামেননি। এরপরেই মেজাজ হারান তিনি।
জেএ