লিটন-রিশাদরা কবে যোগ দেবেন পিএসএলে

গত বছর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল নাহিদ রানার। অভিষেকের পর থেকে বল হাতে নিজেকে প্রমাণ করে চলেছেন গতিময় এই পেসার। অল্প কিছুদিনের মধ্যেই সবার নজরে চলে এসেছেন টাইগার এই স্পিড স্টার। সাফল্যের ধারাবাহিকতায় এবার ডাক পেয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
ড্রাফট থেকে নাহিদ রানাকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। বাবর আজম, সাইম আইয়ুবদের সঙ্গে একই দলে দেখা যাবে বাংলাদেশের নাহিদ রানাকে। ১১ই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এবারের পিএসএলে খেলার অনাতিপত্ত পেয়েছেন তিনি।
একইসঙ্গে ছাড়পত্র পেয়েছেন পিএসএলে দল পাওয়া আরো দুই ক্রিকেটার লিটন দাস এবং রিশাদ হোসেন। নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই পাকিস্তান সফরে যাবেন। এছাড়া লিটন দাস পিএসএলে যাবেন ৮ এপ্রিল এমনটি জানা গেছে।
রিশাদ হোসেন অবশ্য আগামীকাল ডিপিএলের ম্যাচ খেলবেন প্রাইম ব্যাংকের হয়ে। এরপর যোগ দিবেন পিএসএলে এমনটি জানিয়েছেন তার দলের কোচ।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয় পিএসএলের দশম আসরের ড্রাফট। যেখানে ছিলেন ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। এদের মধ্যে থেকে দল পান ৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। যেখানে তার পারিশ্রমিক ৬০ লাখ টাকা। এ ছাড়া সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স দলে নেয়।
এসএইচ/এইচজেএস