আইপিএলে পিচ বিতর্ক, যা বলছে বিসিসিআই

আইপিএলে পিচ নিয়ে বিতর্ক হচ্ছে। চলমান আসরের শুরুতেই ঘরের মাঠের পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল দুই ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস। দু’দলেরই অভিযোগ, ঘরের মাঠের সুবিধা তারা পাচ্ছে না। এই পরিস্থিতিতে পিচ নিয়ে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘এখনও পর্যন্ত প্রতিটা মাঠের পিচ ভালোই লাগছে। দলগুলো ঘরের মাঠে নিজেদের শক্তি অনুযায়ী পিচ চাইতেই পারে। কিন্তু তার জন্য দল ও পিচ প্রস্তুতকারকের মধ্যে আলোচনা হওয়া উচিত। আর সেটা মৌসুম শুরু হওয়ার আগে হওয়া উচিত। আইপিএল শুরু হওয়ার পরে এই ধরনের অভিযোগ ঠিক নয়।’
লখনৌয়ের পিচ নিয়েও বোর্ডের মতামত জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘লখনৌয়ের পিচের চরিত্র মন্থর। বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী, পিচের উপর ঘাস রাখতে হয়েছে। যাতে পুরো প্রতিযোগিতাজুড়ে পিচ ভালো থাকে। বাকি সব মাঠেও একই প্রক্রিয়ায় পিচ তৈরি হয়েছে। তাহলে অসুবিধা কোথায়?”
ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর কলকাতা নাইট রাইডার্সে অধিনায়ক আজিঙ্কা রাহানে আর্জি জানিয়েছিলেন, ইডেনে আরও স্পিন সহায়ক উইকেট হওয়া উচিত। কিন্তু সেই আর্জি নাকচ করে দিয়েছেন ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়।
পরে লখনৌয়ের মেন্টর জহির খান অভিযোগ করেন, তাদের ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে যে পিচে খেলা হয়েছে তাতে পাঞ্জাবের বোলাররা বেশি সুবিধা পেয়েছেন। দেখে মনে হয়েছে, পিচ তৈরি করেছেন পাঞ্জাবের পিচ প্রস্তুতকারক। বিশাখাপত্তনমের পিচ নিয়েও অখুশি দিল্লি ক্যাপিটালস। ফলে এই বিতর্ক ক্রমশ বাড়ছে।
বোর্ডের নির্দেশ অনুযায়ী, আইপিএলে কী ধরনের পিচ হবে তা নিয়ে কোনো দল বা ক্রিকেটার কিছু বলতে পারবেন না। ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে ভারসাম্য রেখে পিচ তৈরি করবেন প্রস্তুতকারক। কিন্তু তারপরেও বিভিন্ন মাঠে ঘরের দলের সুবিধা অনুযায়ী পিচ তৈরি হয়। চেন্নাইয়ে সেই ছবি দেখা গিয়েছে। সেই কারণেই হয়তো রাহানে বা জহির অভিযোগ করেছেন।
এফআই