কিউই পেসারের স্বপ্নময় মাস, সুখবর দিলো আইসিসি

এক মাসের মধ্যেই এখন পর্যন্ত ক্যারিয়ারের সবচেয়ে বড় সুখবরটা পেলেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। গত ১২ মার্চ থেকে পরবর্তী প্রায় এক মাসের মতো সময়টা তার জন্য প্রায় স্বপ্নের মতো। পাকিস্তানকে সম্প্রতি ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে নিউজিল্যান্ড। যেখানে সিরিজসেরা বোলার হওয়ার পথে ৫ ম্যাচে ১৩টি উইকেট শিকার করেছেন ডাফি। ফলে ক্যারিয়ারে প্রথমবার তিনি আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার হয়েছেন।
তার উন্নতিতে শীর্ষস্থান থেকে দুই নম্বরে নেমে গেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে এই তথ্য জানা গেছে। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে নম্বর ওয়ান হয়েছেন ডাফি। ডানহাতি এই কিউই পেসার এর আগে যথাক্রমে ১২ মার্চ ৩৫তম, ১৯ মার্চ ১২তম, ২৬ মার্চ পঞ্চম এবং গতকাল (২ এপ্রিল) প্রকাশিত র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন।
ডাফির আরেক স্বদেশি পেসার বেন সিয়ার্স বোলারদের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন। পাকিস্তান সিরিজে তিনটি টি-টোয়েন্টিতে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। যার সুবাদে সিয়ার্স ২১ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন। এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে ২-৫ নম্বরে আছেন আকিল, বরুণ চক্রবর্তী, আদিল রশিদ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাংলাদেশ গত মাসে কোনো টি-টোয়েন্টি ম্যাচ না খেলেনি। তবুও বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ করে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ (১৫) ও রিশাদ হোসেনের (১৯)।
— ICC (@ICC) April 3, 2025
এদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষ তিনে আছেন ট্রাভিস হেড, অভিষেক শর্মা ও ফিল সল্ট। এবারের র্যাঙ্কিংয়ে কিউই ব্যাটার টিম সেইফার্ট ক্যারিয়ারসেরা আট নম্বরে উঠে এসেছেন। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৯৭ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। বিপরীতে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া বাবর আজম নেমে গেছেন নয় নম্বরে। শীর্ষ ত্রিশে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান নেই। তবে তাওহীদ হৃদয় এক ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন।
আরও পড়ুন
এ ছাড়া অলরাউন্ডারদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ত্রিশেও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার। অথচ এক সময় সাকিব আল হাসান ছিলেন এই তালিকার অন্যতম শীর্ষ নাম। এ ছাড়া অলরাউন্ডারদের শীর্ষ দশে কোনো বদল আসেনি। যথারীতি সবার ওপরে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া।
এএইচএস