১০ বলেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন পাকিস্তানি ব্যাটার

আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে ব্যাট করতে নেমে এতদিন সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল জহির খানের। মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১২ নম্বর নেমে এক বাউন্ডারিতে ৪ রান করেছিলেন আফগানিস্তানের এই ক্রিকেটার। এবার তার রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানের সুফিয়ান মুকিম।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নেমেছিল পাকিস্তান। যেখানে পাকিস্তাঙ্কে ২৯৩ রানের টার্গেট দেয় কিউইরা। এই লক্ষ্য তাড়া করতে নেমে উইল ও’রুর্কের বাউন্সার হারিস রউফের হেলমেটে আঘাত হানে।
ব্যাথা পাওয়ার পর মাঠ ছাড়েন রউফ। তখন তার কনকাশন বদলি হিসেবে নেমে ফিফটি পেয়ে যান নাসিম শাহ। আর এদিন ১২ নম্বরে নামেন মুকিম। শেষ ব্যাটার হিসেবে খেলতে মেনে তিনি করেছেন অপরাজিত ১০ বলে ১৩ রান। আর তাতেই পেয়ে গেলেন বিশ্ব রেকর্ড। ১২ নম্বরে ব্যাট করতে নেমে এর থেকে বেশি রান কোনো ইনিংসে করতে পারেনি আর কেউই।
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কেউ ১২ নম্বরে ব্যাটিং করেন। কারণ এর আগে সেই সুযোগই ছিল না। ২০১৯ সালের আগস্টে কনকাশন সাব বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার কারণে খেলোয়াড় বদলির নিয়ম চালু করে আইসিসি।
এ নিয়মে কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে যদি কনকাশন হয়, তবে লাইক টু লাইক বা একই রকম ভূমিকা পালন করা খেলোয়াড়কে বদলি হিসেবে নামাতে পারে দলগুলো।
এইচজেএস