আইপিএলে ধারাভাষ্য দিয়ে কত টাকা পান কমেন্টেটররা

বাইশগজে ব্যাট-বলে ঝড় তোলেন ক্রিকেটাররা। আর কমেন্ট্রি বক্সে তুফান ছোটান ধারাভাষ্যকাররা। ম্যাচ চলাকালীন প্রতি মুহূর্তে দর্শকদের জন্য খেলার খুঁটিনাটি বিবরণ তুলে ধরেন বিশেষজ্ঞরা। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রীড়াবোদ্ধা অনেকেই এখন ধারাভাষ্যের সঙ্গে যুক্ত। তাদের কণ্ঠস্বর শোনার জন্য বহু দর্শক টেলিভিশনের সামনে চোখ রাখেন।
বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলেও তারার মেলা বসে প্রতি আসরে। মাঠে যেমন বিশ্বের নামকরা সব ক্রিকেটাররা থাকেন, কমেন্ট্রি বক্সেও থাকে বড় বড় সব নাম। সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী থেকে শুরু করে রিকি পন্টিং, ম্যাথু হেইডেনরা ধারাভাষ্য দেন। কম বক্সে নিপুণ ভাবে ক্রিকেট ম্যাচের নানা খুঁটিনাটি তথ্য তুলে ধরা কমেন্টেররা কত টাকা সম্মানি পান এ নিয়ে আগ্রহ আছে অনেকেরই। এক একটি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার জন্য কত টাকা পান ধারাভাষ্যকাররা?
২২ গজে সেই অর্থে লম্বা ইনিংস না খেলতে পারলেও ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া ধারাভাষ্য জগতে বেশ জনপ্রিয়। এক পডকাস্টে ক্রিকেট সম্পর্কিত বিষয় নিয়ে কথোপকথনের সময় আকাশের সামনে প্রশ্ন রাখা হয়েছিল যে, এক জুনিয়র ধারাভাষ্যকার ও এক সিনিয়র ধারাভাষ্যকার কত বেতন পান?
আকাশ চোপড়া জানান, প্রতি ম্যাচে ধারাভাষ্যকারদের বেতন আলাদা আলাদা হয়। জুনিয়র ধারাভাষ্যকাররা প্রতিদিন প্রায় ৩৫-৪০ হাজার রুপি করে পান। অপরদিকে অভিজ্ঞ ধারাভাষ্যকাররা একদিন ধারাভাষ্য দেওয়ার জন্য পান প্রায় ৬-১০ লাখ ভারতীয় রুপি। সেই সঙ্গে আকাশ এও জানান যে, সাধারণত একজন কমেন্টেটর ১০০দিনের মতো কমেন্ট্রি করে থাকেন। ফলে সেই হিসেব অনুযায়ী একজন ধারাভাষ্যকার এক মৌসুমে ধারাভাষ্য থেকে ৬-১০ কোটি টাকা আয় করেন।
ভারতের সাবেক ক্রিকেটারদের কথা বললে সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, অনিল কুম্বলে থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকারের দেখা গিয়েছে কম বক্সের হটসিটে। এই তালিকায় ইরফান পাঠান, মোহাম্মদ কাইফ, হরভজন সিংরাও রয়েছেন। সম্প্রতি শিখর ধাওয়ান ও আম্বাতি রায়ডুদের মতো সদ্য ক্রিকেট ছাড়া ক্রিকেটারদেরও দেখা গিয়েছে ধারাভাষ্য দিতে। অনেক সময় ক্রিকেট বিশেষজ্ঞদের সঙ্গে সিরিজ অনুযায়ী চুক্তি করা হয়। এও জানা গিয়েছে যে, ধারাভাষ্যকারদের বেতন তাদের অভিজ্ঞতা, কথা বলার স্টাইল এই সবকিছুর ওপরও মাঝে মাঝে নির্ভর করে।
এক ঝলকে দেখে নিন আইপিএলে ধারাভাষ্যের সঙ্গে যুক্ত কয়েকজনের বেতন কত? বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী রবি শাস্ত্রী আইপিএলে ধারাভাষ্য দিয়ে পান প্রায় ১ কোটি ৬৭ লাখ ভারতীয় রুপি।
সুনীল গাভাস্কার আন্তর্জাতিক সিরিজের ধারাভাষ্যের জন্য পান প্রায় ৫৭ লাখ রুপি। এ ছাড়া আইপিএলে কমেন্ট্রি করার জন্য তিনি পান ২.৩৫ কোটি। সঞ্জয় মাঞ্জরেকারও প্রতি বছরে আইপিএল এবং আন্তর্জাতিক সিরিজ মিলিয়ে কমেন্ট্রি করার জন্য পান প্রায় ৬ কোটি রুপির কাছাকাছি। এক একটি আন্তর্জাতিক সিরিজে তার আয় ৪২ লাখ টাকার কাছাকাছি।
ক্রিকেট বিশ্বে বেশ জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে। তিনি দীর্ঘদিন ক্রিকেট প্রেমীদের মনে তার ক্ষুরধার ক্রিকেট বিশ্লেষণের মাধ্যমে জায়গা করে নিয়েছেন। তার প্রতি সিরিজে আয় প্রায় ৩২ লাখ রুপি এবং বাৎসরিক ধারাভাষ্য থেকে তিনি প্রায় পান ৫.৫ কোটি।
এফআই