রিংকুর হাতের ট্যাটুতে ২টা ২১ মিনিট, কী ঘটেছিল তখন?

ভারতের বেশিরভাগ ক্রিকেটারের হাতেই দেখা যায় ট্যাটু। সেই তালিকায় বাদ যাননি রিংকু সিংও। কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটারের উত্থান আইপিএল থেকেই। পরে দেশের হয়েও খেলার সুযোগ পেয়েছেন। তার হাতে থাকা ট্যাটুতে রয়েছে একটি ঘড়ি। যেখানে সময় দেখাচ্ছে দুপুর ২.২১ মিনিট। এই সময়টাই যে তার জীবনের মোড় বদলে দিয়েছে!
বিজ্ঞাপন
২০১৮ সালের আইপিএলে রিংকুকে দলে নিয়েছিল কলকাতা। সেই আসরের নিলামে ৮০ লাখ রুপি পেয়েছিলেন তিনি। যে টাকা তার জীবন বদলে দিয়েছিল। এ বার তাকে ১৩ কোটি রুপিতে ধরে রেখেছে কলকাতা। রিংকু মনে করেন, এই সব কিছুই ‘সৃষ্টিকর্তার পরিকল্পনা’। তিনি হাতে সে কথাও লিখে রেখেছেন। রিংকুর হাতে দেখা যায় একটি ট্যাটু, যেখানে লেখা ‘গডস প্ল্যান’।
কিন্তু ঘড়ির ছবি কেন ট্যাটু করেছেন রিংকু? ঘড়ির ট্যাটু সম্পর্কে রিংকু বলেন, 'ওই সময় আমার জীবন বদলে গিয়েছিল। ২০১৮ সালের নিলামে ওই সময় আমাকে কিনেছিল কেকেআর'
বিজ্ঞাপন
রিংকুর হাতে রয়েছে একটি গোলাপের ট্যাটু। এ সম্পর্কে তিনি বলেন, 'গোলাপফুল ফোটার ছবি এটা। এটার অর্থ একটা সুন্দর যাত্রার শুরু। কেকেআর আমাকে ৮০ লাখ দিয়ে কেনার আগে আমার কাছে কোনও টাকা ছিল না। বাড়ি ছিল না। কিছুই ছিল না। ওই টাকা আমার জীবন বদলে দেয়। আমার জীবনটা অনেক সহজ হয়ে গিয়েছিল। শুধু আমার নয়, আমার পরিবারের সকলের জীবন সহজ হয়ে যায়।'
শুধু রিংকু নন, লোকেশ রাহুলের একটি ট্যাটুতেও সময় লেখা রয়েছে। ১১টার সময় জন্মেছিলেন তিনি। সেই সময়টা ট্যাটু করে রেখেছেন রাহুল। তিনি ছাড়াও ভারতীয় দলে খেলা বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডের শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু রয়েছে।
এইচজেএস