কবে অবসরে যাবেন, জানালেন মার্টিনেজ

আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ে যে কয়েকজন ফুটবলারের গুরুত্বপূর্ণ অবদান ছিল তাদের একজন এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনাল ম্যাচেও গ্লাভস হাতে গোলবারের সামনে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। দলকে শিরোপা জেতানোর পাশাপাশি বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কারও জেতেন তিনি।
বিজ্ঞাপন
বয়স আর পারফরম্যান্স বিবেচনায় বলা যায়, আরো বেশ কিছু দিন তাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে। এবার তিনি নিজে জানালেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার নির্ভর করছে দলের সাফল্যের ওপর। আর্জেন্টিনার জার্সিতে আরেকটি বিশ্বকাপ জিততে পারলেই অবসর নেবেন তিনি।
এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, 'আমরা যদি টানা দুই বিশ্বকাপ জিততে পারি, তাহলেই আমি জাতীয় দল থেকে অবসর নিয়ে নেব। আমাদের অবশ্যই তরুণদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে।'
বিজ্ঞাপন
'টানা দুইবার বিশ্বকাপ জেতার আশা করি না। তবে জিতলে দারুণ অনুভূতি হবে। আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছি। জন্মের পর আমি এই একবারই দেখেছি। ৭ বছরের বাচ্চাও জানে তারা কী দেখেছে। আমরা (আরও একবার বিশ্বকাপ জিতলে) খুশি হবো এবং উদযাপন করবো, কিন্তু আগেরটার মতো কিছুতেই হবে না।'
২০২২ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি থেকে মার্টিনেজ বলেন, 'ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে আমি বন্ধুদের সঙ্গে ‘কল অব ডিউটি’ (ভিডিও গেম) খেলেছি। পরে টেকনিক্যাল আলোচনার আগে একটা স্ন্যাক খেয়েছিলাম।'
এইচজেএস