ক্রীড়াঙ্গনের দেশি-বিদেশি তারকারা ঈদ কাটাচ্ছেন যেভাবে

চাঁদ দেখার ওপর নির্ভর করে গতকাল ও আজ বিশ্বের নানা প্রান্তে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। বিশেষ এই উৎসব পরিবার, স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিজেদের মতো করে উদযাপন করছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা। যা তারা ভক্তদের সঙ্গেও ভাগাভাগি করে নিচ্ছেন নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞাপন
এক নজরে তারকা ক্রীড়াবিদদের ঈদ উৎসব দেখে নেওয়া যাক—
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় দলের দুই ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদ পালন করছেন পরিবারের সঙ্গে। বাবা-স্ত্রী-সন্তানসহ ঈদের বিশেষ মুহূর্ত ভাগাভাগি করেছেন নিজের ফেসবুক পেজে...
বিজ্ঞাপন
ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজ মা ও ভাইয়ের সঙ্গে ঈদের আনন্দঘন মুহূর্ত উদযাপনের ছবি দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফুটবলে ফেরার অপেক্ষায় আছেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পগবা। এই ছবির সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘আমার সব ভাইবোনকে ঈদ মোবারক।’
ঘিবলি স্টুডিও দিয়ে বানানো ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা। পাশাপাশি গতকাল শেষ ইফতারের সময় পরিবারের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে ঈদ উদযাপন করছেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমানে কোচ মোহাম্মদ আশরাফুল। শুভেচ্ছা ও দোয়া চেয়ে লিখেছেন, ‘ঈদ উদযাপনে সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানাই। আমি ও আমার পরিবারকে আপনাদের দোয়ায় শামিল রাখবেন।’
বর্তমানে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলি। তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে। ক্যাপশনে লিখেছেন, ‘ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ ঈদ উদযাপন করা প্রত্যেককে ঈদ মোবারক।’
পরিবারের সঙ্গে ঈদ পালনের ছবি দিয়ে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া কমেন্ট বক্সে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। এনায়ার প্রথম ঈদ উদযাপন করছি।’
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এই ছবি দিয়ে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন। যদিও নারী ক্রিকেটাররা এবার ঈদ কাটাচ্ছেন জাতীয় দলের ক্যাম্পে। কয়েকদিন পরই বাংলাদেশ নারী দল বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পাকিস্তানে উড়াল দেবে।
ড্যাশিং লুকের এসব ছবি দিয়ে পাকিস্তানি কিংবদন্তি পেসার শোয়েব আখতার লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালোবাসার মানুষদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। শুভকামনা ও দোয়া।’
পরিবারের সঙ্গে ঈদ করতে পারা সৌভাগ্যের বলে জানিয়েছেন তাসকিন আহমেদ, 'আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে পুরো পরিবার একসঙ্গে ঈদ করতে পারছি। এটা অনেক বড় সৌভাগ্য এবং আল্লাহর প্রতি অনেক ধন্যবাদ।’
গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে খেলতে বর্তমানে ভারতে রয়েছেন আফগান তারকা রশিদ খান। এই ছবি দিয়ে তিনিও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
পরিবারের সঙ্গে এমন মিষ্টি মুহূর্তের ছবি ভাগাভাগি করে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস লিখেছেন, ‘উৎসবে মাতোয়ারা সবাইকে ঈদ মোবারক। এই উপলক্ষ্য আমাদের আরও বিনয়ী এবং মানুষের প্রতি সহানুভূতিশীল করে তুলবে বলে প্রত্যাশা। একসঙ্গে আমরা একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়তে পারব।’
এএইচএস