জয়ের পর বড় অঙ্কের জরিমানা রাজস্থানের ‘ভারপ্রাপ্ত’ অধিনায়কের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে স্লো ওভার রেটের কারণে নিষেধাজ্ঞার মতো কঠোর নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এখন আর সহজেই কেউ নিষিদ্ধ হবেন না। তবে বলবৎ রয়েছে আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্টের মতো শাস্তি। যে নিয়মের অধীনে সাময়িক সময়ের জন্য রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব পাওয়া রিয়ান পরাগ বড় অঙ্কের জরিমানা গুনতে যাচ্ছেন।
বিজ্ঞাপন
গতকাল (রোববার) গৌহাটিতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। আগের দুই ম্যাচে হারের পর এদিন জয় পেলেও, খেলা শেষে দুঃসংবাদই পেলেন রাজস্থান অধিনায়ক পরাগ। এই ম্যাচ দিয়েই অবশ্য তার কাঁধ থেকে নেতৃত্বে ভার সরে যাওয়ার কথা। সঞ্জু স্যামসন ইনজুরির কারণে রাজস্থানের প্রথম তিনটি ম্যাচ খেলেছেন কেবল ব্যাটার হিসেবে। ফলে তাকে ফিল্ডিংয়ে দেখা যায়নি। তার অনুপস্থিতিতে প্রথমবার আইপিএলে অধিনায়কত্ব করেছেন পরাগ।
এক বিবৃতিতে পরাগের শাস্তির কথা জানিয়ে আইপিএল কর্তৃপক্ষ বলছে, ‘আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ লঙ্ঘন করায় রাজস্থান অধিনায়ক পরাগকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় এই শাস্তি পেয়েছেন তিনি। এই মৌসুমে প্রথম এমন শাস্তি পেল ফ্র্যাঞ্চাইজিটি।’
বিজ্ঞাপন

এর আগে সুপার সানডে’তে দিনের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাটিং করে রাজস্থান। নির্ধারিত ২০ ওভারে নিতিশ রানার ৮১ ও অধিনায়ক পরাগের ৩৭ রানে ভর করে তারা ৯ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। চেন্নাইয়ের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন নুর আহমদ, মাথিশা পাথিরানা ও খলিল আহমেদ। জবাবে লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে ১৭৬ রান তুলতে সক্ষম হয় চেন্নাই। ৬ রানে জয়ের পথে রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয় পেল রাজস্থান। প্রথম দুই ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটি হায়দরাবাদ ও কলকাতার বিপক্ষে হেরেছিল। অন্যদিকে, চেন্নাই মুম্বাইয়ের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও, পরের দুই ম্যাচে বেঙ্গালুরু ও রাজস্থানের বিপক্ষে তিক্ত স্বাদ পেল। ২ ম্যাচে সমান ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের শীর্ষে অবস্থান করছে বেঙ্গালুরু এবং দিল্লি।
এএইচএস