ঈদে তামিমের জন্য মন কাঁদছে জিয়া পরিবারের

বাংলাদেশে আজ (সোমবার) ঈদ উদযাপিত হচ্ছে। ইউরোপের দেশ হাঙ্গেরিতে ঈদ ছিল গতকাল। প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের একমাত্র সন্তান তাহসিন তাজওয়ার জিয়া দেশটির রাজধানী বুদাপেস্টে একটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট খেলেছেন। আরও দুটি প্রতিযোগিতায় খেলার লক্ষ্যে মা তাসমিন সুলতানা লাবণ্য’র সঙ্গে অবস্থান করছেন সেখানেই।
বিজ্ঞাপন
গত বছর ৫ জুলাই জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জিয়ার মৃত্যুর পর এটাই তার পরিবারের প্রথম ঈদ। সেটাও দাবার কারণে আত্মীয়-স্বজন ছাড়া সুদূর হাঙ্গেরিতেই। বুদাপেস্টে তাহসিনের ঈদের দিন কেটেছে ল্যাপটপে দাবা অনুশীলন করেই। আর তার মা তাসমিন সুলতানা ঈদ উপলক্ষ্যে বুদাপেস্টেই কিছু রান্নাবান্না করেছেন।
বিশেষ এই দিনে জিয়ার শূন্যতা আরও বেশি অনুভব করছেন তারা, ‘দেশের বাইরে আমরা আগেও ঈদ করেছি। এবার তিনি (জিয়া) নেই। তাই সবকিছুই শূন্য লাগছে।’ কয়েকদিন আগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সংকটাপন্ন অবস্থায় ছিলেন। ঈদের দিনে তামিমকে বেশি মনে পড়ছে জিয়ার ছেলে তাহসিনের, ‘আমার বাবা খেলতে খেলতে চলে গেলেন। তামিম আঙ্কেলের কথা শোনার পরপরই দোয়া করছিলাম তিনি যেন ফিরে আসেন। ঈদের দিনেও আঙ্কেলের কথা বারবার মনে পড়ছে। দোয়া করি তিনি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরুক।’
বিজ্ঞাপন

বাংলাদেশের অন্যতম কিংবদন্তি ক্রীড়াবিদ হলেও জিয়ার আকস্মিক প্রয়াণে ফেডারেশন ও সরকার জিয়ার পরিবারকে দীর্ঘমেয়াদী কোনো সহায়তা করেনি। জিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তামিম। সেই তামিমই কয়েক মাসের মধ্যে নিজে সংকটাপন্ন পরিস্থিতিতে পড়ে জিয়ার স্মৃতি ফিরিয়ে এনেছেন। জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য বলেন, ‘জিয়া ও তামিমের ঘটনা প্রায় একই। ১০-১৫ মিনিটের মধ্যে হাসপাতালে নিয়েও আমরা জিয়াকে বাঁচাতে পারিনি। তামিম ভাই আমাদের মাঝে আছেন এটা স্বস্তির। তামিমের অবস্থা জিয়ার চেয়েও গুরুতর ছিল। আল্লাহ তাকে আমাদের মাঝে রেখেছেন এটাই স্বস্তির।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে চিকিৎসক-শূন্যতা প্রকট। জিয়ার স্ত্রীর দাবি– ‘ফেডারেশনগুলোর উচিৎ খেলার সময় চিকিৎসক রাখা। অনেক টাকা নানাভাবে ব্যয় হয়, একজন চিকিৎসক বা ফিজিও থাকলেও হয়তো জিয়াকে সিপিআই দিতে পারত। তামিম স্বাভাবিক হওয়ার পেছনে সিপিআইয়ের ভূমিকাই সবচেয়ে বেশি।’ হাঙ্গেরির বুদাপেস্টের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অনেক শিক্ষার্থী পড়াশোনা করেন। রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তাহসিনদের অ্যাপার্টমেন্টে (এক মাসের জন্য ভাড়া) এসেছিলেন অনেকে। জিয়া-তামিম স্মৃতি আড্ডায় কেটেছে তাদের ঈদ।

হাঙ্গেরির বুদাপেস্টে প্রথম টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার নর্ম পাননি তাহসিন তাজওয়ার। ৫-১২ ও ১৪-২১ এপ্রিল আরও দুটি টুর্নামেন্ট থেকে একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম আদায় করতে চান তিনি। আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন। তাহসিনের বর্তমানে দুটি নর্ম ও ২৩২৭ রেটিং।
এজেড/এএইচএস