জিম্বাবুয়ে সিরিজে লিটন না থাকায় কপাল খুলছে যার

চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষে টাইগার ক্রিকেটাররা সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন। ঈদের ছুটিতে বর্তমানে রয়েছেন নিজ নিজ এলাকায়। তবে ঈদের পরপরই তাদের আবার আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে হবে। কেননা আগামী এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশে।
বিজ্ঞাপন
আসন্ন এই টেস্ট সিরিজে দেখা যাবে না লিটস দাসকে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়ায় লিটনকে পুরো আসরের জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি। যে কারণে টেস্ট সিরিজে দেখা যাবে না তাকে। লিটন না থাকায় আসন্ন এই সিরিজে সুযোগ পেতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন।
গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল এই ক্রিকেটারের। তবে প্রথম টেস্টে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। জিম্বাবুয়ে সঙ্গে সিরিজে লিটন না থাকায় উইকেটকিপার ব্যাটার হিসেবে দেখা যেতে পারে অঙ্কনকে।
বিজ্ঞাপন
সবশেষ বিপিএল, চলমান ডিপিএল সবখানে রানের মধ্যে আছেন এই উইকেটকিপার ব্যাটার। জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে এই সিরিজ তার জন্য হতে পারে বেশ গুরুত্বপূর্ণ।
দুই টেস্ট খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
বিজ্ঞাপন
এর আগে সিলেটের মাটিতে ১১ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের ক্যাম্প। যেখানে উপস্থিত থাকবেন দলে থাকা ক্রিকেটাররা। ঈদের পরপরই ঘোষণা হতে পারে টেস্ট সিরিজের দল।
এসএইচ/এইচজেএস