নিষেধাজ্ঞা কাটিয়ে এসেই ফের শাস্তি পেলেন হার্দিক

নিষেধাজ্ঞার কারণে চলতি আইপিএলের প্রথম ম্যাচে খেলতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। স্লো ওভার রেটের সেই কঠোর নিয়ম এবারের আসরে বদলে ফেলা হয়েছে। এখন আর সহজেই কেউ নিষিদ্ধ হবেন না। তবে আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্টের মতো শাস্তি বলবৎ রয়েছে। যে নিয়মের অধীনে নিষেধাজ্ঞা কাটিয়ে গতকাল প্রথম ম্যাচ খেলতে নামা হার্দিক আবারও পড়েছেন শাস্তির মুখে।
বিজ্ঞাপন
গতকাল (শনিবার) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। যা ছিল মুম্বাইয়ের জন্য আসরের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তাদের হারিয়েছিল চেন্নাই সুপার কিংস। কালও সেই চিত্র বদলায়নি। আগে ব্যাট করতে নেমে শুভমান গিলের দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় পুরো ২০ ওভার খেলে ৬ উইকেটে ১৬০ রান তুলতে সক্ষম হয় হার্দিক পান্ডিয়ার মুম্বাই।
হারের ক্ষত না মুছতেই নতুন করে স্লো ওভার রেটের দায়ে শাস্তি পেলেন হার্দিক। এদিন মুম্বাই চার (ট্রেন্ট বোল্ট, হার্দিক, দীপক চাহার ও সত্যনারায়াণ রাজু) পেসারকে খেলিয়েছে। স্বাভাবিকভাবেই পেসার দিয়ে ১৫ ওভার করানোয় তুলনামূলক বেশি সময় লেগেছে মুম্বাইয়ের। এর বাইরে আফগান স্পিনার মুজিব-উর-রহমান ২ এবং নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার ৩টি ওভার করেন। বেশি খরুচে হওয়ায় মুজিবের বোলিংয়ের পুরো কোটা ব্যবহার করেননি অধিনায়ক হার্দিক।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সবমিলিয়ে নির্ধারিত সময়ে ২০ ওভার শেষ করতে ব্যর্থ হয়েছে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিটি। এজন্য অধিনায়ক হার্দিককে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ লাখ টাকারও বেশি। চলতি আসরে হার্দিকই প্রথম কোনো অধিনায়ক বা ক্রিকেটার হিসেবে স্লো ওভার রেটের শাস্তি পেলেন।
বিজ্ঞাপন
এর আগে আইপিএলের নতুন আসর শুরুর আগমুহূর্তে সূত্রের বরাতে ক্রিকবাজ জানিয়েছিল, কোনো দলের অধিনায়ককে ডিমেরিট পয়েন্ট দিয়ে শাস্তি দেওয়া হবে, তবে স্লো ওভার-রেটের জন্য তারা ম্যাচে নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন না। লেভেল-১ অপরাধের জন্য ২৫ থেকে ৭৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হবে এবং ডিমেরিট পয়েন্ট নির্ধারিত হবে, যা গণনা করা হবে পরবর্তী তিন বছর পর্যন্ত। আবার কেউ লেভেল-২ অপরাধ করলে চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে।
এক সূত্র জানিয়েছে, প্রতি চারটি ডিমেরিট পয়েন্ট জমা হলে, ম্যাচ রেফারি শতভাগ জরিমানা বা অতিরিক্ত ডিমেরিট পয়েন্ট আরোপ করতে পারেন। এই ডিমেরিট পয়েন্ট ভবিষ্যতে ম্যাচ নিষেধাজ্ঞার কারণ হতে পারে। তবে শুধুমাত্র স্লো ওভার-রেটের জন্য তাৎক্ষণিকভাবে কোনো ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এর আগের আসরে স্লো ওভার রেটের কারণে জরিমানা হয়েছিল বেশ কয়েকজন অধিনায়কের।
এএইচএস