ছুটিতে হামজাদের কোচ, ফেরার অপেক্ষায় বাটলার

বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দলের প্রধান কোচ এখন নিজ নিজ দেশে অবস্থান করছেন। ২৬ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ শেষে দলের সঙ্গে ঢাকায় ফিরেছিলেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। পরদিন তিনি স্পেনের উদ্দেশ্যে উড়াল দেন।
বাংলাদেশের ঘরোয়া ফুটবল এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে। এর আগে ঈদের ছুটি ও ক্লাব ফুটবলের প্রস্তুতি। ফাঁকা এই সময়টাকে হ্যাভিয়ের ছুটি কাটানোর জন্য বেছে নিয়েছেন। এপ্রিলে ঘরোয়া ফুটবল শুরুর পর টানা দুই মাস ব্যস্ত থাকতে হবে হ্যাভিয়েরকে। ওই সময় তার কাজ হবে– লিগ দেখে খেলোয়াড় নির্বাচন ও ১০ জুন সিঙ্গাপুর ম্যাচের জন্য পরিকল্পনা সাজানো। ঘরোয়া লিগের অনেক ম্যাচ ক্যাবরেরা ও সহকারী কোচ হাসান আল মামুন মাঠে থেকে দেখলেও পারফরম্যান্স করা খেলোয়াড়দের ডাকেন না। আবার ডাকলেও জাতীয় দলে খেলান না সেভাবে। এজন্য তার প্রতি ফুটবলাঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে।
আরও পড়ুন
হামজা-জামালরা এশিয়ান কাপ বাছাইয়ের খেলা শুরু করেছেন। আফিদারাও জুনে এশিয়ান কাপ বাছাই খেলবেন। সেই টুর্নামেন্টের প্রস্তুতি এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু করবে বাফুফে। ফুটবলারদের ৬ এপ্রিল ফেডারেশনের ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। দলটির ব্রিটিশ কোচ পিটার বাটলারের ওইদিনই ইংল্যান্ড থেকে ফেরার কথা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকায় আসার পর মেয়েদের ছুটি দিলে বাটলারও দেশে ফিরে যান।
বাটলার-সাবিনাদের দ্বন্দ্বের সমাধান এখনও হয়নি। এর মধ্যে সাবিনাসহ ৭ জন ঈদের পরই ভুটানের লিগে খেলতে যাওয়ার কথা রয়েছে। ফলে বাকি ১১ জন ফুটবলার বাটলারের অধীনে অনুশীলন করবেন কি না কিংবা তাদের বাটলার অনুশীলনে গ্রহণ করেন কি না সেটাই দেখার বিষয়। যদিও বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ দাবি করেছিলেন মেয়েরা ছুটির পর অনুশীলনে ফিরবেন।
এজেড/এএইচএস