মেসির রেকর্ড ভাঙলেন গ্রিজম্যান

লিওনেল মেসি স্প্যানিশ ঠিকানা বদল করেছেন ২০২১ সালে। এর দুই মৌসুম পর তিনি ইউরোপের সীমানাই পেরিয়ে যান। তবে বার্সেলোনার হয়ে তার করা একটি রেকর্ড এতদিন পর্যন্ত অক্ষুণ্ন–ই ছিল। যা গতকাল ভেঙে দিয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যান। বিদেশি ফুটবলার হিসেবে এখন লা লিগার সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তিটি তার দখলে।
বিজ্ঞাপন
গতকাল (শনিবার) লা লিগার ম্যাচে এস্পানিওলের মুখোমুখি হয় অ্যাতলেটিকো। যেখানে দিয়েগো সিমিওনে তারকা মিডফিল্ডার গ্রিজম্যানকে প্রথম একাদশে নামিয়েছিলেন। আর এর মাধ্যমে স্পেনের সর্বোচ্চ এই ক্লাব প্রতিযোগিতায় ৫২১তম ম্যাচ খেলে ফেললেন ৩৪ বছর বয়সী এই তারকা। এই ম্যাচে নামার আগে লা লিগায় যৌথভাবে সর্বোচ্চ ৫২০টি ম্যাচ খেলার রেকর্ড ছিল গ্রিজম্যান ও মেসির। গতকাল সাবেক ফরাসি তারকা ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ককে।
বিদেশি ফুটবলার হিসেবে গ্রিজম্যান ও মেসির পর লা লিগায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে পরের অবস্থানে আছেন ব্রাজিলের দোনাতো গামা (৪৬৬), ফ্রান্সের করিম বেনজেমা (৪৩৯), ক্রোয়েশিয়ার ইভান রাকিটিচ (৪৩৮) এবং ব্রাজিলের দানি আলভেজ (৪৩৬)। এর মধ্যে অবশ্য দোনাতো গামা ব্রাজিলে জন্মগ্রহণ করলেও, পরবর্তীতে তিনি স্পেনের পাসপোর্ট এবং জাতীয় দলে ডাক পান।
বিজ্ঞাপন
— OptaJose (@OptaJose) March 29, 2025
এদিকে, গ্রিজম্যানের মাইলফলক পূর্ণ করার ম্যাচটি অবশ্য জিততে পারেনি তার দল অ্যাতলেটিকো। এস্পানিওলের সঙ্গে তারা ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে। যা লা লিগার শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছে অ্যাতলেটিকোর। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলা রিয়ালের ৬৩ এবং অ্যাতলেটিকোর পয়েন্ট ৫৭।
বিজ্ঞাপন
আরও পড়ুন
লা লিগায় অবশ্য বেশ কয়েকটি দলের হয়ে খেলার নজির রয়েছে গ্রিজম্যানের। এর মধ্যে সর্বোচ্চ ৩০৬টি ম্যাচ খেলেছেন অ্যাতলেটিকোর জার্সিতে। এ ছাড়া রিয়াল সোসিয়েদাদের হয়ে ১৪১ এবং বার্সেলোনার জার্সিতে স্পেনের সর্বোচ্চ প্রতিযোগিতায় ৭৪টি ম্যাচ খেলেছেন। সাম্প্রতিক বছরগুলোয় অবশ্য গ্রিজম্যান মেসি-সুয়ারেজদের আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে। ফলে অ্যাতলেটিকোয় তার ভবিষ্যৎ আর বেশি লম্বা না হওয়ার সম্ভাবনাই বেশি!
এএইচএস