নেইমারের সঙ্গে ‘বিরূপ সম্পর্কে’র জেসুসই হতে পারেন ব্রাজিলের কোচ!

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে এখনও একজন দীর্ঘমেয়াদী কোচের সংকট কাটাতে পারেনি ব্রাজিল। স্থায়ী নিয়োগ পেলেও দরিভাল জুনিয়র সেই সংকট উত্তরণের ত্রাতা হতে পারলেন না। ১৪ মাস পরই তার সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এরপর নতুন কোচ হিসেবে যে দুজনের নাম আলোচিত হচ্ছে, তাদের একজন জর্জ জেসুস। কিন্তু তার সঙ্গে সম্পর্কটা ঠিক উষ্ণ নয় নেইমার জুনিয়রের।
বিজ্ঞাপন
কোচ হিসেবে ব্রাজিলের প্রধান পছন্দ কার্লো আনচেলত্তি। কিন্তু রিয়াল মাদ্রিদের এই কোচকে পেতে তাদের অপেক্ষা করতে হবে ক্লাব বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত। আগামী ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর আগে আবার জুন উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে ব্রাজিলের। সেই সময় পর্যন্ত কোচহীন থাকাও সম্ভব নয় সেলেসাওদের জন্য, বিশেষ করে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিপর্বে তাদের অবস্থানটা যে সুখকর নয়।
তাই বাস্তবতা বলছে– ব্রাজিল প্ল্যান বি’র দিকেই আগাতে যাচ্ছে। এমনকি দেশটির সংবাদমাধ্যমেও জর্জ জেসুসের কোচ হওয়ার জোর সম্ভাবনার কথা জানিয়েছে। ‘গ্লোবো’র প্রতিবেদনে বলা হয়– সিবিএফ এবং জর্জ জেসুসের মধ্যকার যোগাযোগ চলছে। তবে আল-হিলালের এই কোচ একটি অনুরোধ করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শেষ হবে ৩ মে, সেই সময় পর্যন্ত সময় চেয়েছেন জেসুস। সিবিএফ সেটি মেনে নেওয়া মানেই ব্রাজিলের নতুন কোচের ঘোষণা আসবে না আগামী আরও কয়েক সপ্তাহ।
বিজ্ঞাপন
এর আগে ব্রাজিলের ক্লাব ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে আল-হিলালের বর্তমান কোচের। ২০১৯ সালে তার অধীনে লাতিন আমেরিকায় ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্ল্যামেঙ্গো। এরপর তিনি আরেকটি মহাদেশীয় শিরোপা জেতার স্বপ্ন দেখছিলেন এশিয়ানদের হয়ে। কিন্তু ক্লাব বিশ্বকাপ ছেড়ে দিয়ে জাতীয় দলের দায়িত্ব নিতে চান জেসুস, যা তার পেশাদার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় লক্ষ্য। যদিও জেসুস এখনও তার ক্লাবের সঙ্গে কথা বলেননি। সমঝোতার মাধ্যমেই আল-হিলালের সঙ্গে চুক্তি শেষ করতে চান তিনি।
বিজ্ঞাপন
গত বছরের সেপ্টেম্বরে জেসুস একটি পর্তুগিজ ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের কোচ হওয়ার আশা প্রকাশ করেছিলেন। ওই সময় তিনি জানান, ‘আমি ক্লাবের হয়ে শিরোপা জিততে চাই। আমি ইংল্যান্ডে যাইনি, কারণ এমন কোনো আমন্ত্রণ পাইনি সেখান থেকে। কিন্তু ব্রাজিল দল এক্ষেত্রে ভিন্ন। এটি একটি স্বপ্ন, আমি তা হারাতে চাই না।’ ৭০ বছর বয়সী এই কোচ এর আগে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোর কোচ ছিলেন ২০১৯-২০ সালে। জিতেছেন ৫টি শিরোপা। ৫৭ ম্যাচে তার অধীনে ক্লাবটি জিতেছে ৪৩টিতে এবং ১০ ম্যাচ ড্র হয়েছে।
আরও পড়ুন
নেইমারের সঙ্গে বিরূপ সম্পর্ক
চলতি বছরের জানুয়ারিতে নেইমারের প্রতি প্রত্যাশা না রাখার মনোভাব প্রকাশ করেছিলেন আল-হিলাল কোচ। অথচ এই ফরোয়ার্ড গত এক দশক ধরে ব্রাজিলের প্রধান পোস্টারবয়। ইনজুরির কারণে বড় একটা সময় মাঠের বাইরে থাকলেও তার প্রতি সতীর্থ কিংবা ভক্তদের আবেদনটা কমেনি। সদ্য বিদায়ী কোচ দরিভালেরও তাকে পাওয়ার প্রত্যাশা ছিল। নেইমার নিজেও ২০২৬ বিশ্বকাপে খেলতে নিজের সর্বোচ্চ চেষ্টা চালানোর ঘোষণা দিয়েছেন।
ইনজুরিপ্রবণ নেইমারের আল-হিলালের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার আর সামর্থ্য নেই বলে মন্তব্য করেছিলেন জেসুস। যার প্রতিক্রিয়ায় সেলেসাও তারকা গত ফেব্রুয়ারিতে জানান, ‘অবশ্যই আমি তার মন্তব্যে খুবই হতাশ হয়েছি।’ নতুন করে ব্রাজিলের কোচ হলে হয়তো সেই সম্পর্ক নতুন করে মেরামতের চেষ্টা চালাবেন জেসুস।
এএইচএস