হাঙ্গেরিতে নর্ম মিস তাহসিনের

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের একমাত্র সন্তান তাহসিন তাজওয়ার জিয়া বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। মন্টেনিগ্রোতে বিশ্ব জুনিয়র, শ্রীলঙ্কায় এশিয়ান জোনালের পর এখন হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট খেলছেন তিনি। এই টুর্নামেন্টে তাহসিন আন্তর্জাতিক মাস্টার নর্মের সুযোগ মিস করেছেন।
বিজ্ঞাপন
ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার সপ্তাহখানেক আগেই একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জন করেন শ্রীলঙ্কায় এশিয়ান জোনালে। বছর দুয়েক আগে এই প্রতিযোগিতায় তার আরেকটি আইএম নর্ম ছিল। আন্তর্জাতিক মাস্টার হতে তার আরেকটি নর্ম প্রয়োজন। সেই লক্ষ্যেই হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট খেলছেন।
এই টুর্নামেন্টের শুরু থেকে ছন্দে ছিলেন না তাহসিন। ছয় রাউন্ড পর্যন্ত মাত্র তিন পয়েন্ট পেয়েছিলেন। নর্ম পেতে হলে বাকি ৩ রাউন্ডই জিততে হতো। গতকাল অনুষ্ঠিত সপ্তম রাউন্ডে তিনি ফিদে মাস্টারের বিপক্ষে হারেন ও অস্টম রাউন্ডে রুখে দেন হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে। এতে আট খেলায় তার পয়েন্ট দাঁড়ায় সাড়ে তিন। আজ শেষ রাউন্ডে হাঙ্গেরির আরেক গ্র্যান্ডমাস্টারকে হারালেও নর্ম মিলবে না তাহসিনের।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক মাস্টার হতে তিনটি আইএম নর্ম ও ২৪০০ রেটিং প্রয়োজন। তাহসিনের বর্তমান রেটিং ২৩২৭, আর দুটি নর্ম রয়েছে। আরেকটি আইএম নর্মের জন্য হাঙ্গেরিতে আরও দুটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট খেলার কথা রয়েছে তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে তাহসিন এই টুর্নামেন্টে খেলছেন।
এজেড/এএইচএস