জোকোভিচের ম্যাচ দেখলেন মেসি, যা বলছেন টেনিস তারকা

একজন ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফির মালিক। অন্যজন টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। মায়ামি শহরে দুই খেলার দুই কিংবদন্তি। খেলার খবর রাখেন, এমন পাঠকরা ধরে ফেলেছেন কার কার কথা বলা হচ্ছে। লিওনেল মেসি এবং নোভাক জোকোভিচ দুজনের দেখা হলো টেনিসের কোর্টে। মেসি অবশ্য খেলেননি। দেখতে এসেছিলেন জোকোভিচের ম্যাচ।
বিজ্ঞাপন
ফুটবল গ্রেট মেসিকে নিরাশ করেননি টেনিস গ্রেট জোকোভিচ। গ্রিগর দিমিত্রোভকে মাত্র ৬৯ মিনিটের একপেশে এক ম্যাচ শেষে হারিয়ে দিয়েছেন জোকো। ৬-২, ৬-৩ সেটের সরাসরি জায়গা করে নিয়েছেন মায়ামি ওপেনের ফাইনালে।
ম্যাচের পর জোকোভিচ জানালেন মেসিকে নিয়ে তার মুগ্ধতার গল্প, ‘তাকে (মেসি) এখানে পেয়ে দারুণ লাগছে। তার সামনে খেলতে পারা আমার জন্য ব্যাপক সম্মানের। সম্ভবত এবারই প্রথম সরাসরি তার সামনে খেললাম আমি।’
বিজ্ঞাপন
— Danny (@DjokovicFan_) March 28, 2025
মেসিকে নিয়ে জোকোভিচের মন্তব্য ‘আমি সত্যিই কৃতজ্ঞ সে তার ছেলে আর পরিবারকে নিয়ে এখানে এসেছে। এমন এক ক্যারিয়ারের জন্য প্রায় পুরো বিশ্ব যেমন তাকে যেমন শ্রদ্ধা করে তা আমিও করি। আর এটা দারুণ ব্যাপার, সে এখনো খেলা চালিয়ে যাচ্ছে। আমরা সত্যি বলতে দুজনেই একই বয়সের, জন্ম ১৯৮৭ সালে। তাই তাকে এখানে পেয়ে ভালোই লাগছে। এটা এক দারুণ সম্মানের বিষয়। মেসি দারুণ একজন অ্যাথলেট। গত ২০ বছর ধরে খেলার দুনিয়ায় তার প্রভাব অসাধারণ ছিল।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
জোকোভিচ এবং মেসি এরপর দেখা করে নিজেদের মাঝে জার্সি বিনিময় করেছেন। পরে অবশ্য সংবাদ সম্মেলনে টেনিস তারকা এও বলেছেন, মেসির ছেলের কাছে এদিনের পারফরম্যান্সে ১০-এ ৮ পেয়েছেন তিনি। পরের ম্যাচে খানিক চাপে থাকবেন, সেটাও জানালেন সার্বিয়ান টেনিস তারকা জোকোভিচ।
জেএ