তামিমের বাসায় ফেরা নিয়ে যা বললেন ভাই নাফিস

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। গতকাল (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন। পরে বিসিবির এক চিকিৎসক বলছিলেন, বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে গেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।
বিজ্ঞাপন
তামিমের বাসায় পৌছানোর পর রাতে তার বড় ভাই ফেসবুক পোস্ট দিয়ে জানান বিস্তারিত। নাফিস ইকবাল সেখানে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের প্রার্থনায় তামিম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।’
‘এই কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়ানো তার সকল শুভাকাঙ্ক্ষী, বিসিবি, আমাদের পরিবার, চিকিৎসক এবং বন্ধুদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং প্রার্থনা আমাদের কাছে অর্থবহ করে তুলেছে।’
বিজ্ঞাপন
এদিকে হাসপাতাল ছাড়ার পরে অবশ্য গতকাল আরেকটি সংবাদ সম্মেলন করেন হাসপাতালের দুই চিকিৎসক। সেখানে দিন দুয়েক আগে করা তামিমকে নিয়ে সরাসরি করা ধুমপান মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সেই চিকিৎসক।
তিনি বলেন, ‘তামিমের শারীরিক অবস্থা বর্ণনা দিতে গিয়ে হৃদরোগের ঝুঁকি হিসেবে ধুমপানের প্রসঙ্গ আসছে। এবং তামিমের নামটা ভুলবশত সংযুক্ত করার জন্য আমি দুঃখিত।’
এসএইচ/জেএ