পান্তের ‘টুকটুক’ ব্যাটিং দেখে রাগে টিভি ভাঙলেন উপস্থাপক

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। যদিও মেগা টুর্নামেন্টটি ঠিক উপভোগ্য ছিল না ঋষভ পান্তের জন্য। কারণ চ্যাম্পিয়নদের কোনো ম্যাচেই তার একাদশে জায়গা মেলেনি। তবে আইপিএল দিয়ে পান্ত মাঠে ফিরলেন অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে। কিন্তু এখন পর্যন্ত দুটি ম্যাচেই তার ব্যাট হাসেনি। গত কালকের ম্যাচে তো আউট হয়েছেন ‘টুকটুক’ ব্যাটিংয়ের পর, যা দেখে মেজাজ হারিয়েছেন ইউটিউবভিত্তিক একটি অনুষ্ঠানের উপস্থাপক।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার পান্তের দল লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। যেখানে লখনৌ ১৯১ রানের লক্ষ্য তাড়ায় ২৩ বল এবং ৫ উইকেট হাতে রেখে জিতেছে। দল জিতলেও রান পাননি অধিনায়ক পান্ত। তিনি আউট হয়েছেন ১৫ বলে সমান ১৫ রান করে। পান্ত যখন ক্রিজ ছাড়ছেন সেই সময় তার দলের জয় ছিল কেবলই সময়ের ব্যাপার। নিকোলাস পুরান ও মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ের পর লখনৌর ৬ ওভারে আর মাত্র ২৭ রান প্রয়োজন ছিল। কিন্তু জয় নিশ্চিত করার আগেই ফেরেন পান্ত।
সেই সময় ইউটিউবে স্পোর্টস-তাক অনুষ্ঠানের সরাসরি আলোচনা চলছিল। পান্তের ব্যাটিং দেখে অনুষ্ঠানের সঞ্চালক পঙ্কজ এমন কাণ্ড ঘটিয়ে বসবেন, সেটা হয়তো অনুমানই করতে পারেননি প্যানেলের উপস্থিত অতিথিরা। মেজাজ হারিয়ে হঠাৎ–ই উঠে টেবিল থেকে কিছু একটা নিয়ে পেছনে থাকা টিভি স্ক্রিনে ছুড়ে মারেন। ফলে ভেঙে যায় টিভির স্ক্রিন। তারপর তিনি সামনে রাখা কাচের টেবিলেও ধাক্কা দেন। এতে সামনে থাকা একটি ব্যাট মঞ্চ থেকে পড়ে যায় এবং হাতে থাকা কাগজও ছুঁড়ে ফেলেন উপস্থাপক।
বিজ্ঞাপন
— Yash (@Staid_99) March 27, 2025
এ সময় উপস্থাপক পঙ্কজ বলছিলেন, ‘দেখুন আইপিএল চলছে। ওর (পন্তের) সামনেও ভালো কিছু করার সুযোগ আছে। কিন্তু আমি বলছিলাম না, ওর খেলা এখন সবাই বুঝে গেছে। ওর ওপর আপনি ভরসা করতেই পারবেন না। সে কোনো ধরনের অধিনায়ক? আমাদের এমন অধিনায়ক দরকার নেই।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
ম্যাচ শেষে পান্ত অবশ্য ধীরলয়ে ব্যাটিংয়ের কারণ জানিয়েছেন। একইসঙ্গে পুরান-মার্শ ও প্রিন্স যাদবের প্রশংসা করে বলেন, ‘জয় পেলে অনেক বেশি আত্মবিশ্বাসী হওয়া কিংবা হারলেও মনোবল হারিয়ে ফেলার প্রয়োজন নেই। আমাদের মেন্টর (জহির খান) বলেছিলেন ম্যাচের নিয়ন্ত্রণ রাখার ওপর নজর দিতে এবং আমি সেটাই করেছি। প্রিন্স যাদব ও শার্দুল ঠাকুর যেভাবে বোলিং করেছে, তা দেখা আনন্দের। পুরানকে আমরা ব্যাটিংয়ে স্বাধীনতা দিতে চেয়েছিলাম। সে দুর্দান্ত ব্যাটিং করেছে। পুরো দলই ভালো করেছে। তবে আমরা এখনও নিজেদের সেরাটা পুরোপুরি দিইনি, তবে খুশি যে জয় এসেছে।’
এবারের আইপিএল নিলামে ইতিহাসের সর্বোচ্চ ২৭ কোটি রুপি মূল্য উঠেছিল পান্তের। হয়তো তার প্রভাবই পড়েছে তার পারফরম্যান্সে। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে লখনৌ দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছিল। সেই ম্যাচে ৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি পান্ত। দ্বিতীয় ম্যাচে আউট হলেন ১৫ রান করে।
এএইচএস