রিয়াল মাদ্রিদের ৪ তারকার বিরুদ্ধে তদন্তে নেমেছে উয়েফা

গত ১২ মার্চ অ্যাতলেটিকো মাদ্রিদকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই ম্যাচের রেশ এখনও কাটেনি। উল্টো বুনো উদযাপনে মেতে উয়েফার তদন্তের মুখে পড়েছে রিয়ালের ৪ তারকা ফুটবলার। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠা এসব ফুটবলার হচ্ছেন– কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র, অ্যান্তোনিও রুডিগার ও দানি সেবাইয়োস।
বিজ্ঞাপন
শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলেটিকোকে ঘরের মাঠে আতিথ্য দেয় রিয়াল। যেখানে তারা ২-১ গোলে জিতেছিল। দ্বিতীয় লেগে অ্যাতলেটিকো নিজেদের মাঠে নির্ধারিত সময়ে নগরপ্রতিদ্বন্দ্বীদের ১ গোল দেয়। অ্যাগ্রিগেটে ২-২ সমতা হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-২ গোলে দিয়েগো সিমিওনের দলকে হারিয়ে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন ভিনিসিয়ুস-এমবাপেরা। আর স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে উল্লাস-উদযাপনে মেতেছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু উদযাপনের সীমা পেরিয়ে গেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
সংবাদমাধ্যম ইএসপিএন বলছে, উয়েফার কিছু অভিযোগের ভিত্তিতে নৈতিকতা ও শৃঙ্খলা পর্যবেক্ষণে নিয়োগ দিয়েছে। অযাচিত সেই কর্মকাণ্ডে জড়িত অ্যান্তোনিও রুডিগার ও দানি সেবাইয়োস। এক বিবৃতিতে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, সম্ভাব্য অশোভন আচরণের জন্য তদন্তের কেন্দ্রে আছেন রুডিগার, এমবাপে, সেবাইয়োস ও ভিনিসিয়ুস। এ বিষয়ে শিগগিরই আরও তথ্য জানানো হবে।
বিজ্ঞাপন
— Fabrizio Romano (@FabrizioRomano) March 27, 2025
এর আগে অ্যাতলেটিকো সমর্থকদের সামনে উদযাপন নিয়ে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছিল, ওই সময় রিয়ালের খেলোয়াড়দের আচরণ নিয়ে উয়েফার কাছে অভিযোগ জানায় মাদ্রিদের ক্লাবটি। তা আমলে নিয়ে তারা গতকাল (বৃহস্পতিবার) থেকে তদন্ত শুরু করে। ওই ম্যাচে অভিযুক্তদের মধ্যে রুডিগার, ভিনিসিয়ুস, এমবাপে খেললেও বেঞ্চে ছিলেন সেবাইয়োস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়– পেনাল্টি শ্যুটআউটে জয়ের পর গ্যালারির সামনে গিয়ে সদলবলে তুমুল উদযাপন শুরু করে রিয়াল। এমবাপে ঊরুতে হাত রেখে এবং রুডিগার ছুরি দিয়ে গলায় ধরার মতো ভঙ্গি করেন। আর তাদের উদযাপন দেখে পানি-বোতলসহ বিভিন্ন সামগ্রী ছুড়ে মারেন দর্শকরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে নিষেধাজ্ঞায় পড়তে পারেন রিয়ালের একাধিক খেলোয়াড়। যা তাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। কারণ সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে উয়েফার প্রতিযোগিতায়। ৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়াল ও আর্সেনাল প্রথম লেগে মুখোমুখি হবে। নিষিদ্ধ খেলোয়াড় সেই ম্যাচে খেলতে পারবেন না।
একইভাবে গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ইংল্যান্ড ও রিয়ালের মিডফিল্ডার জ্যুড বেলিংহাম। শেষ ষোলোর লড়াইয়ে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারানোর পর এই ইংলিশ তারকা ঊরুতে হাত রেখে অশালীন উদযাপন করেন। যার জন্য এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ৩০ হাজার ইউরো জরিমানা করে উয়েফা।
এএইচএস