‘রিজওয়ানের মতো আবেদন করলে আম্পায়ার বিরক্ত হবে’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি করেছেন ইশান কিশান। ব্যাটিংয়ের পাশাপাশি গ্লাভস হাতে উইকেটের পেছনেও দুর্দান্ত তিনি। তবে অন্যান্য উইকেটকিপারদের মতো তাকে খুব বেশি আবেদন করতে দেখা যায় না। এর রহস্য এবার তিনি নিজেই জানিয়েছেন।
বিজ্ঞাপন
ইশান মনে করেন, বর্তমান সময়ে আম্পায়াররা অনেক বেশি বুদ্ধিমান। তিনি বলেন, 'আমার মনে হয় এখন আম্পায়াররা অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছে। যদি আমি বারবার আপিল করি, তাহলে দেখব যেটা সত্যিকারের আউট, সেটাও হয়ত আম্পায়াররা ভাবল আমি অযথা আবেদন জানাচ্ছি, তাই হয়ত আউট দেবে না।'
'কিন্তু আমি যদি সঠিক ক্ষেত্রেই শুধু আবেদন জানাতে থাকি, তাহলে আম্পায়াররাও অনেকটা আত্মবিশ্বাস পাবে এবং এক্ষেত্রে আমায় আপিলে সায় দিতে পারে।'-যোগ করেন তিনি।
বিজ্ঞাপন
পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে উইকেটের পেছনে দাঁড়িয়ে প্রায়ই আবেদন করতে দেখা যায়। তাই বারবার আবেদনের বিষয়টি সামনে আসতেই রিজওয়ানকে টেনে আনলেন ইশান। রিজয়ানের মতো এভাবে আবেদন করতে থাকলে সেটিতে উল্টো আম্পায়ার বিরক্ত হবে বলে মনে করেন ইশান।
তিনি বলেছেন, ‘যদি রিজওয়ানের মতো পিছন থেকে করতে থাকি, তাহলে তো আম্পায়াররা একবারও আউট দেবে না।’
বিজ্ঞাপন
তবে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আম্পায়ারদের আরো নিখুঁত হওয়ার তাগিদ দিলেন ইশান। তিনি বলেন, 'কিছু আম্পায়ার আছেন যারা ম্যাচ পরিচালনা করতে আমরা খেলতে আমরা ম্যাচ উপভোগ করি। কিন্তু কিছু কিছুক্ষেত্রে উন্নতিরও দরকার'
'আম্পায়ারদের তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে আত্মবিশ্বাসী হতে হবে। তাঁরা যদি মনে করেন কোনও ব্যাটসম্যান আউট তাহলে আত্মবিশ্বাসের সঙ্গেই আউট দিতে হবে, স্রেফ আপিলের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে না।'-যোগ করেন তিনি।
এইচজেএস