৬ টি-টোয়েন্টিতে ৩ সেঞ্চুরি ২ ফিফটি, পাক ব্যাটারের তাণ্ডব

আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি পাকিস্তানি ব্যাটার শাহিবজাদা ফারহান। সেই ব্যর্থতা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে রীতিমতো ঝড় তুলছেন ২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে তিনি কেমন তাণ্ডব চালাচ্ছেন সেটি পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। ৬ ম্যাচে ৩টি সেঞ্চুরি এবং ২টি ফিফটিসহ ১৪৭ গড়ে ৫৮৮ রান করেছেন শাহিবজাদা ফারহান।
বিজ্ঞাপন
সর্বশেষ ম্যাচে গতকাল (বুধবার) পেশোয়ারের এই ব্যাটার অ্যাবোটাবাদের বিপক্ষে সেমিফাইনালে মাত্র ৭২ বলে ১৪৮ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন। সেঞ্চুরি হাঁকানোর পথে তিনি বাউন্ডারিতে পেয়েছেন ১০টি চার ও এক ডজন ছক্কা। ২৫ বলে ফিফটির পর সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন মাত্র ৫৮ বলে। এরপর আরও চড়া হয়ে ওঠে শাহিবজাদার ব্যাট। তবে ১৯.১ ওভারে ৭২ বলে ১৪৮ রান করে আউট হয়েছেন তিনি।
এর আগের ম্যাচে শাহিবজাদা ফারহান কোয়েটার বিপক্ষে ১১ ছক্কা ও ১৪ চারে ৭২ বলে অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলেছেন। টি-টোয়েন্টিতে অতিমানবীয় সেই ইনিংসের পর সেদিনই শিরোনামে আসেন তিনি। এর আগে ফারহান লাহোর হোয়াইটসের বিপক্ষে ১৮২ রান তাড়ায় ৫৯ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেছিলেন। আর কোয়েটার বিপক্ষে করেছেন রেকর্ডগড়া সেঞ্চুরি। যা স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসে ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ এবং পাকিস্তানের ইতিহাসে সেরা।
বিজ্ঞাপন
সবমিলিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত শাহিবজাদা ৬ ম্যাচে করেছেন ৫৮৮ রান। যেখানে রয়েছে তিনটি সেঞ্চুরি ও দুটি ফিফটি (৬২ ও ৭৬)। ১৪৭ ব্যাটিং গড়ের সঙ্গে স্ট্রাইক রেট ১৯৪.০৫! টুর্নামেন্টের বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেউ আড়াইশ রানও করতে পারেননি। অন্যদের সম্মিলিত সেঞ্চুরিও রয়েছে মাত্র দুটি!
বিজ্ঞাপন
আরও পড়ুন
এর আগে টি-টোয়েন্টি কাপের গত মৌসুমে ১২ ইনিংসে ৪৯২ রান করেছিলেন শাহিবজাদা। এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন তিনি। এ ছাড়া পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ ৫৮৮ রানের রেকর্ডটি এতদিন ফখর জামানের দখলে ছিল। ২০২২ পিএসএলে তিনি ১৩ ইনিংসে সেই কীর্তি গড়েছিলেন। সমান ৫৮৮ রান করে তার সঙ্গে যৌথভাবে রেকর্ডে নাম তুললেন শাহিবজাদাও, তাও আবার মাত্র ৬টি ইনিংসেই।
যদিও ঘরোয়া লিগে দ্যুতি ছড়ানো পাকিস্তানি এই ব্যাটার অবশ্য জাতীয় দলের জার্সিতে তেমন কিছু করতে পারেননি। গেল বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা শাহিবজাদা ৯ ইনিংসে সাড়ে ৯ গড়ে করেছেন মাত্র ৮৬ রান। ডানহাতি এই ব্যাটার জাতীয় দলে মাত্র দুটো ইনিংসে ডাবল ফিগারের দেখা পেয়েছেন।
এএইচএস