জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফ্রিকা-নিউজিল্যান্ড

দীর্ঘ সময় পর ঘরের মাঠে একাধিক পরাশক্তি দেশের সঙ্গে বড় সিরিজ আয়োজন করতে যাচ্ছে জিম্বাবুয়ে। তাদের সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এর আগে রোডেশিয়ানরা দেশ দুটির সঙ্গে আলাদাভাবে টেস্ট সিরিজ খেলবে। ২০১৪ সালের পর এই প্রথম লাল বলের সিরিজে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে।
২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। আইসিসির এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখেই জুলাই মাসে এই ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এটি ২০১৮ সালের পর আফ্রিকান দেশটিতে প্রথম কোনো ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি ঐতিহাসিক এই সিরিজ দিয়ে ঘরের মাঠের ক্রিকেটে নতুন জাগরণ তৈরি হবে বলে প্রত্যাশা করেছেন। তিনি বলেন, ‘জিম্বাবুয়েতে ক্রিকেটের উন্নতির জন্য দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সঙ্গে রোমাঞ্চকর টেস্ট এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনা করা হচ্ছে। উভয় দলকে আমরা স্বাগত জানাতে চাই, একইসঙ্গে ক্রিকেট ভক্তদের জন্য দারুণ কিছু উপভোগের সুযোগ তৈরি হবে।’

ত্রিদেশীয় সিরিজের আগে জিম্বাবুয়ে দুটি টেস্ট খেলবে প্রোটিয়াদের বিপক্ষে। প্রথম টেস্ট ২৮ জুন এবং দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ জুলাই থেকে। এরপর ১৪ জুলাই থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যেখানে প্রতিটি দল চারটি ম্যাচ খেলবে। এরপর ২৬ জুলাই হবে এই তিনজাতি সিরিজের ফাইনাল। পরবর্তীতে ৩০ জুলাই ও ৭ আগস্ট দুটি টেস্টে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচেই হবে হারারের স্পোর্টস ক্লাব মাঠে। আর দুটি টেস্ট সিরিজের ম্যাচগুলো হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে।
এএইচএস