পিএসএলে খেলা নিয়ে যা বলছেন নাহিদ রানা

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন এক বছর আগে। সবমিলিয়ে খেলেছেন মাত্র ১০ ম্যাচ, তবে এখনই তারকাখ্যাতি পেতে শুরু করেছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। গতির ঝড় তুলে নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে ডাক পেয়েছেন এই ডানহাতি গতিতারকা। যদিও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে নাহিদ রানার খেলা নির্ভর করছে বিসিবির দেওয়া এনওসি’র (অনাপত্তিপত্র) ওপর।
বিজ্ঞাপন
আজ (বৃহস্পতিবার) দুপুরে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের একটি সেলুন উদ্বোধন করতে গিয়েছিলেন নাহিদ। সেখানে পিএসএলে খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘পিএসএলের মতো একটি বড় টুর্নামেন্টে চান্স পেয়েছি, আমার অনুভূতি অবশ্যই ভালো। সেখানে যদি খেলার সুযোগ পাই তাহলে নিজের সেরাটাই দেবো।’
এপ্রিলেই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। সে প্রসঙ্গ নাহিদ বলেন, ‘আমার কাছে অবশ্যই আমার দেশের খেলা আগে বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রস্তুতি বলতে আমি সব সময় রেডি থাকি এবং এখনও রেডি আছি। সামনে যাস্ট ডেলিভারি করব।’
বিজ্ঞাপন
পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে এবার গ্রামেই ঈদ করবেন নাহিদ রানা। জাতীয় দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠলেও নিজ এলাকায় পুরোনো নাহিদই আছেন বলে জানান তিনি, ‘দেখুন আমি তাদের কাছে ছোট থেকে যে নাহিদ রানা ছিলাম, এখনও তেমনই আছি। আমার মধ্যে না কোনো পরিবর্তন আসছে, না তারাও পরিবর্তন হয়ে গেছে। একেবারে স্বাভাবিক আছি। আগে যেরকম ছিলাম এখনও সেরকম আছি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
চাঁপাইনবাবগঞ্জ ক্রিকেটের উন্নতিতেও কাজ করতে চান ২২ বছর বয়সী এই পেসার, ‘আমি চাঁপাইনবাবগঞ্জের একজন সেহেতু অবশ্যই আমার পরিকল্পনা আছে। কোচ বা এখানকার ক্রিকেটের দায়িত্বে যারা আছেন তাদেরকে নিয়ে বসে এই বিষয়ে কথা বলব ইনশাআল্লাহ। এ ছাড়া জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ভাগ্য লাগে, কঠোর পরিশ্রম করতে হবে এবং ওপরওয়ালারও ইচ্ছা লাগে। এটা বলে দেওয়া যায় না যে, এভাবে খেলে জাতীয় দলে চান্স পাওয়া যায়। তাই আমাদের প্রতিটা দিন এমন কিছু করতে হবে এবং যাতে নিজের তৃপ্তি আসে যে আমি আজকে কিছু করতে পারছি।’
প্রসঙ্গত, জাতীয় দলে অভিষেকের পর থেকেই বল হাতে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে চলেছেন চাঁপাই-এক্সপ্রেস খ্যাত পেসার নাহিদ রানা। সেই ধারাবাহিকতায় এবার ডাক পেয়েছেন ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে। ড্রাফট থেকে নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। সব ঠিক থাকলে বাবর আজম, সাইম আইয়ুবদের মতো তারকাদের সঙ্গে একই দলে দেখা যাবে এই পেসারকে। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএল, যার জন্য নাহিদ ইতোমধ্যেই বিসিবির কাছে এনওসি চেয়ে আবেদন করেছেন।
আশিক আলী/এএইচএস