রেফারির ভুলে বড় ক্ষতি হয়ে গেল আর্জেন্টিনার!

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে বেশ উচ্ছ্বসিত আর্জেন্টাইন শিবির। ওই ম্যাচের আগেই অবশ্য লিওনেল স্কালোনির দলটি ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছিল। তাদের সেই আনন্দ দ্বিগুণ হয় নিজেদের মাঠে সেলেসাওদের ৪-১ ব্যবধানে হারিয়ে। তবে ম্যাচটিতে রেফারির দেওয়া একটি হলুদ কার্ডের কারণে ক্ষতির মুখে পড়ছে আর্জেন্টিনা। কেবল তাই নয়, ওই সময় ক্লাব বিশ্বকাপের কারণে স্কোয়াডের বেশিরভাগকেই পাবেন না স্কালোনি।
বিজ্ঞাপন
আগামী জুন উইন্ডোতে বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৫ জুন চিলি এবং ১০ জুন তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। যদিও ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলায় অবশিষ্ট বাছাইয়ের ম্যাচ নিয়ে সেভাবে ভাবতে হচ্ছে না বিশ্বচ্যাম্পিয়নদের। আসন্ন ম্যাচ দুটির একটিতে থাকবেন না দলটির তারকা মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস। ব্রাজিলের ম্যাচ নিয়ে দুটি হলুদ কার্ড দেখায় তিনি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।
এর আগে বুধবার ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে হলুদ কার্ড দেখেন রদ্রিগো ডি পল। সেলেসাও মিডফিল্ডার আন্দ্রেকে ফাউল করার সময় তার দুই পাশে ছিলেন ডি পল ও পারেদেস। ম্যাচ রিপ্লেতে দেখা যায় পারেদেসের হাতের আঘাতে পড়ে যান আন্দ্রে। তবে রেফারি ভুলে হলুদ কার্ড দেখান ডি পলকে। যা বিশ্বাসই করতে পারছিলেন না এই তারকা মিডফিল্ডার। পরে ম্যাচ শেষে অফিসিয়াল কার্ডের তালিকায় সেটি শুধরে কার্ড দেখানো হয় পারেদেসের নামের পাশে। যা আলবিসেলেস্তেদের নতুন করে ভাবনায় ফেলে দিয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ডি পল কার্ড দেখলেও সমস্যা ছিল না যেহেতু আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলোয় তিনি এমনিতেই থাকছেন না ক্লাব বিশ্বকাপের কারণে। অন্যদিকে, পারেদেসের ক্লাব রোমা নেই ফিফার ওই মেগা ইভেন্টে। ক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাটের আসন্ন আসর অবশ্য কম-বেশি সব জাতীয় দলকেই বিপদে ফেলবে। ওই সময়ে তারা চাইলেও সব ফুটবলারকে পাবে না। সেই সংখ্যাটি সম্ভবত আর্জেন্টিনারই অনেক বেশি। আগামী ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত প্রথমবার ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্রের মাটিতে।
বিজ্ঞাপন
পারেদেস ও ডি পলকে কার্ড দেখানোর বিষয়টি হয়তো রেফারি ভিএআর দেখেও সিদ্ধান্ত নিতে পারতেন। ফুটবলারদের পরিচয় কিংবা তাদের ব্যাপারে সৃষ্ট বিভ্রান্তি এড়াতে ভিডিও অ্যাসিন্ট্যান্ট রেফারির ব্যবহার কার্যকরী হতে পারত। কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সেই পথে হাঁটেননি রেফারি আন্দ্রেস রোহাস।
ক্লাব বিশ্বকাপের কারণে আর্জেন্টিনার স্কোয়াডে অনুপস্থিত ফুটবলারদের তালিকা
নাহুয়েল মোলিনা (অ্যাতলেটিকো মাদ্রিদ)
জার্মান পেজেয়া (রিভারপ্লেট)
গঞ্জালো মন্টিয়েল (রিভারপ্লেট)
লুকাস মার্টিনেজ কোয়ার্তা (রিভারপ্লেট)
মার্কাস আকুনা (রিভারপ্লেট)
নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা)
এনজো ফার্নান্দেজ (চেলসি)
রদ্রিগো ডি পল (অ্যাতলেটিকো মাদ্রিদ)
জিওলিয়ানো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ)
নিকোলাস গঞ্জালেস (জুভেন্তাস)
আনহেল কোরেয়া (অ্যাতলেটিকো মাদ্রিদ)
হুলিয়ান আলভারেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ)
লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)
লিওনেল মেসি (ইন্টার মায়ামি)
এএইচএস