‘খেলাটাকে ক্রিকেট না বলে আপনারা ব্যাটিং বলেও ডাকতে পারেন’

আইপিএল শুরুর আগে থেকেই আলোচনায় ৩০০ রান। এবারের আসরেই ২০ ওভারে তিনশ রান দেখা যাবে কি না, তা নিয়েই যেন আলোচনা সবচেয়ে বেশি। সানরাইজার্স হায়দরাবাদ প্রথম ম্যাচেই অনেকটাই কাছাকাছি চলে গিয়েছিল মাইলফলকের। আর এমন প্রবণতা একেবারেই পছন্দ হচ্ছে না কাগিসো রাবাদার। দক্ষিণ আফ্রিকার এই পেসার এমন মনোভাবের সমালোচনা করে বলেই ফেললেন ‘এই খেলাকে ব্যাটিং নামকরণ করা যেতে পারে।’
বিজ্ঞাপন
গুজরাট টাইটান্সের হয়ে এবারের আইপিএলে দেখা যাবে রাবাদাকে। এরইমাঝে ফ্র্যাঞ্চাইজ এই আসরে শুরু হয়েছে রানের উৎসব। আর ভারতের গণমাধ্যমের সামনে এমন প্রবণতারই সমালোচনা করেছেন রাবাদা। তার মতে ক্রিকেটে ব্যাটিং এবং বোলিংয়ের মাঝে সমতা থাকা উচিত।
রাবাদার কাছে জানতে চাওয়া হয়েছিল, এবারের আসরে ৩০০ রান নিয়ে এমন আলোচনার বিষয়ে তার মন্তব্য কি। জবাবে প্রোটিয়া এই পেসারের কথায় অসন্তুষ্টিই ফুটলো বেশি। তার মতে ক্রিকেটে ব্যাটিং এবং বোলিং নিয়ে ভারসাম্য আনা দরকার, ‘খেলাটিকে কোনো একভাবে এগোতেই হবে, তবে আমি মনে করি না যে এটি সবসময় ফ্ল্যাট উইকেটে হওয়া উচিত, যেখানে প্রতিটি ম্যাচে একই ধরণের ফল আসবে। এতে মজাটাই নষ্ট হয়ে যাবে।’
বিজ্ঞাপন
‘আপনি চাইলে আমাদের এই খেলাকে ক্রিকেট না বলে ব্যাটিং বলেও ডাকতে পারেন। কিছু রেকর্ড ভাঙতেই পারে। এটা নিয়ে আমার আপত্তি নেই। হাই-স্কোরিং ম্যাচগুলো ভালো, কিন্তু একই কথা লো-স্কোরিং ম্যাচেও বলা যায়। কিন্তু আপনি সবকিছু নাটকীয়ভাবে একপাক্ষিক করতে পারেন না। ব্যাট আর বলের মধ্যে একটা ভারসাম্য দরকার।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, এবারের আইপিএলের দ্বিতীয় ম্যাচেই ২০১৬ আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ ৩০০ রানের মাইলফলকের একেবারে কাছে পৌঁছে গিয়েছিল। শেষ দুই ওভারে তাদের দরকার ছিল মাত্র ৪৪ রান। তবে শেষ পর্যন্ত সানরাইজার্সকে ২৮৬ রানে থামতে হয়। এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
আরও পড়ুন
গত মৌসুম থেকেই সানরাইজার্স হায়দরাবাদের আগ্রাসী ব্যাটিং আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেকেরই ধারণা প্রথম দল হিসেবে তারা আইপিএলের ইতিহাসে ৩০০ রানের মাইলফলক অতিক্রম করবে। প্রোটিয়া আরেক কিংবদন্তি ডেল স্টেইন মনে করেন, ১৭ই এপ্রিল মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচেই তিনশ রান করে ফেলতে পারে হায়দরাবাদ।
জেএ