হামজাকে নিয়ে যা বললেন লিটন দাস

হামজা চৌধুরীকে নিয়ে যেন শোরগোল পুরো বাংলাদেশে। ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো আর এফএ কাপ জেতা এই ফুটবলারকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। নিজের প্রথম ম্যাচে হামজা সেই আস্থার প্রতিদানও দিয়েছেন পুরোপুরি। ভারতের বিপক্ষে ম্যাচটায় হামজা নিজেকে নিংড়ে দিয়েছেন পুরোদমে।
আজ দেশ ত্যাগের কথা রয়েছে হামজা চৌধুরীর। চলে যাব ইংলিশ ফুটবলে নিজের ঠিকানা শেফিল্ড ইউনাইটেডে। তাতে অবশ্য হামজাকে নিয়ে উন্মাদনায় কোনো ভাটা পড়ছে না। এখনো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় মুখ তিনিই। আর তার সঙ্গে দেখা হয়ে এবার উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা লিটন কুমার দাস।
হামজার সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ ব্যাপার। একজন দারুণ বিনয়ী মানুষ আর অসাধারণ এক খেলোয়াড়। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।’ ছবির ক্যাপশনেই বলে দিচ্ছিল ক্যামেরার পেছনে ছিলেন লিটনের স্ত্রী।
It was wonderful to meet Hamza Chowdhury—such a humble person & what a player! Hoping for a brighter future for Bangladesh football with him in the team. LD Sonchita #LKD16 #HamzaChowdhury
Posted by Litton Kumer Das on Wednesday, March 26, 2025
হামজা আপাতত ফুটবলের ব্যস্ত সূচিতে প্রবেশ করলেও লিটন পার করবেন ঈদের ছুটি। ঈদ শেষে মাঠে নামবেন ডিপিএল টুর্নামেন্টে। এরপর জিম্বাবুয়ে সিরিজের ব্যস্ততা আছে তার। অবশ্য এরমাঝে তিনি আবেদন করেছেন পিএসএলের দল করাচি কিংসের হয়ে মাঠে নামার। সেই সিদ্ধান্ত আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে।
জেএ