তামিমের দেশের বাইরে যাওয়া নিয়ে যা জানা গেল

সোমবার বিকেএসপির মাঠে হার্ট অ্যাটাক। এরপর ঢাকা আনতে চাইলেও শারীরিক অবস্থা বিবেচনায় তামিমকে ভর্তি করানো হয়েছিল সাভারেই। সেখানেই হয়েছিল অস্ত্রোপচার, তাৎক্ষণিকভাবে তামিমের সব চিকিৎসা হয়েছিল বিশেষায়িত ওই হাসপাতালে। চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছিল, পরবর্তী ৪৮ ঘণ্টা সেখানেই থাকতে হবে।
বিজ্ঞাপন
অবশ্য সাভারের কেপিজি হাসপাতাল থেকে মঙ্গলবার রাতেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিম ইকবালকে। বর্তমানে সেখানেই রয়েছেন, শরীরের অবস্থাও ভালো। এখন যেমন আছে এমন থাকলে দুয়েক দিনের মধ্যেই তামিমকে বাসায় নিতে পারবে পরিবার এমনটি জানিয়েছেন তার চাচা আকরাম খান।
গতকাল বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, ‘এভারকেয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই-তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’
বিজ্ঞাপন
তামিমকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কি না, জানতে চাইলে আকরাম বলেন, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হব। টেনশনটা রাখতে চাচ্ছি না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
উল্লেখ্য, গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে।
এসএইচ/জেএ